ভরাড়িসৈন
ভরাড়িসৈন भराड़ीसैंण | |
---|---|
উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী | |
স্থানাঙ্ক: ৩০°০৫′৫৩″ উত্তর ৭৯°১৫′৫৫″ পূর্ব / ৩০.০৯৮১২১৫° উত্তর ৭৯.২৬৫১৯৮৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরাখণ্ড |
জেলা | চামোলি |
উচ্চতা | ২,৩৯০ মিটার (৭,৮৪০ ফুট) |
ভাষা | |
• সরকারি | হিন্দি, সংস্কৃত |
• আঞ্চলিক | গাড়োয়ালি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ২৪৬৪২৮ |
টেলিফোন কোড | ০১৩৬৩ |
যানবাহন নিবন্ধন | UK-11 |
ওয়েবসাইট | uk |
ভরাড়িসৈন (গাড়োয়ালি: भराड़ीसैंण, ভ্যরাড়ীস্যাঁণ্) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী।[১] এটি চামোলি জেলায় গৈড়সৈন শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার (৮.৭ মা) দূরে অবস্থিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]উত্তরাখণ্ড রাজ্য গঠনের পর কিছু ব্যক্তি গৈড়সৈনকে নতুন রাজ্যের রাজধানীর আদর্শ অবস্থান হিসেবে বেছে নিয়েছিল,[৩] কিন্তু দেরাদুন রাজ্যের অস্থায়ী রাজধানীতে পরিণত হয়েছিল। স্থায়ী রাজধানীর জন্য গঠিত ভিএন দীক্ষিত কমিশন গৈড়সৈনকে রাজধানী করতে নারাজ ছিল, যেহেতু শহরটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।[১]
স্থানীয় চাহিদার জন্য ২০১২ সালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা গৈড়সৈনে মন্ত্রিসভার আয়োজন করেছিলেন এবং নিকটবর্তী ভরাড়িসৈনে একটি বিধানসভা ভবনের নির্মাণ শুরু করেছিলেন।[২] ৪৭ একর (০.১৯ কিমি২; ০.০৭৩ মা২) আয়তন জুড়ে বিস্তৃত বিধানসভা ভবনটির খরচ হয়েছিল ₹ ১৫০ কোটি (ইউএস$ ১৮.৩৩ মিলিয়ন)। গ্রীষ্মকালে কর্মচারীরা দলিলসহ দেরাদুন থেকে ভরাড়িসৈনে আসেন বিধানসভা কাজকর্মের জন্য। শীতকালে ভবনটি বন্ধ থাকে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Gairsain Declared as the New Summer Capital of Uttarakhand"। TheQuint (ইংরেজি ভাষায়)। IANS। ৮ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১।
- ↑ ক খ গ "Explained: Why Uttarakhand will have a second capital in Gairsain"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৯।
- ↑ "Areas between Gairsain, Bhararisain to be developed as smart"। Business Standard India। PTI। ৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১।