ব্যবহারকারী আলাপ:Shohure Jagoron

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৩:২৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি MdsShakil। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি টেমপ্লেট:মক্কায় মুহাম্মদের জীবনের ঘটনাপঞ্জি-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৬:৩৪, ১৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ার গাইডলাইন মেনেই তো চলেছি, বুঝলাম না কোন দিক থেকে আমার সম্পাদনাগুলো অগঠনমূলক বা ধ্বংসপ্রবণতা হিসাবে ধরা যায়, দয়া করে একটু বর্ণনা করে বুঝাবেন আমাকে? আমি তো আমার সম্পাদনের পিছনে কারণ ও দিয়েছি, তবে আমার তরফ থেকে কী ভূল হতে পারে আসলে বুঝতে পারলাম না। আমি উইকিপিডিয়াতে নতুন এসেছি, হয়তো আমি না জেনে নিয়ম নীতি ভঙ্গ করেছি, করলে দয়া করে বলে দিবেন। Shohure Jagoron (আলাপ) ০৬:৫৬, ১৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি সম্প্রদায়ের ঐক্যমতের বিরুদ্ধে পাতা স্থানান্তর করেছেন। উপরোক্ত টেমপ্লেটে নিবন্ধ অনুসারে নাম যুক্ত করা রয়েছে যা আপনি একাধিকবার পরিবর্তন করেছেন এইজন্যই আপনার সম্পাদনা ধ্বংসাত্মক হিসাবে চিহ্নিত করা হয়েছে। অনুগ্ৰহ করে একাধিকবার কোন সম্পাদকদের সম্পাদনা বাতিল করবেন না এটা সম্পাদনা যুদ্ধের পর্যায়ে পরে যার জন্য সম্পাদনা করা থেকে বাধা প্রদান করা হতে পারে। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৭:০৮, ১৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় বিদ্বেষপূর্ণভাবে একটি পাতা স্থানাতর করেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। — Meghmollar2017আলাপ০৭:১৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা আমি তো এই আলাপ করার পর থেকে কিছুই করি নি, কবে “সর্বশেষ সতর্কতা” আমাকে দিচ্ছেন কেন? Shohure Jagoron (আলাপ) ১৮:২৮, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছা নিন, আপনার পিছে কেউ লাগেনি। সমস্যা হয়েছে, আপনি এমন সব বানান ব্যবহার করছেন যা প্রচলিত নয় আর এই কারণেই আপনার সম্পাদনাগুলি বাতিল করা হচ্ছে (ভুল বানান ঠিক করা এক বিষয় আর অপ্রচলিত বানান ব্যবহার করা আরেক বিষয়)। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৭, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Shohure Jagoron,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Shohure Jagoron,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Shohure Jagoron,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]