ব্যবহারকারী আলাপ:Saifulnevora

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৯:৫৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কারিগরি শিক্ষার ভবিষ্যত[সম্পাদনা]

বাংলাদেশে কারিগরি শিক্ষা যখন প্রকাশ পায় তখন প্রথম প্রথম সারা না পেলেও পরবর্তীতে এর লাভজনক দিক যখন সাধারণ জনগণ বুজতে পারে তখন উল্লেখযোগ্য হারে কারিগরি শিক্ষার প্রতি সাড়া বৃদ্ধি পেতে থাকে।কিন্তু আজ বিংশ শতাব্দীরর শেষ লগ্নে সেই সাড়া বিলুপ্ত হতে শুরু করেছে কিছু সরকারের আমলাদের কারনেই। Saifulnevora (আলাপ) ২০:০২, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি শতভাগ সত্যি ঘটনা। Saifulnevora (আলাপ) ১১:০৩, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কি ভাবছে?[সম্পাদনা]

২১ অক্টোবর এর একটি লাইভ কনফারেন্সে কারিগরি শিক্ষার্থীদের ব্যাপারে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পলিটেকনিক এর বিষয়টি একটু ভিন্ন। তার কারণ হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই হাতে-কলমে জড়িত। কাজেই শুধু মাত্র তাত্ত্বিক বিষয় যেহেতু নয় তাই তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।" তাছাড়া প্রতিটি বর্ষে এবং ট্রেডে শিক্ষার্থীদের সংখ্যা আলাদা ভাবে অনেক কম। তাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া সম্ভব বলে সরাসরি ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বিবৃতির পর থেকেই কারিগরি শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের আশংকা পরীক্ষা নেয়া হলে হবে "ইয়ার লস"। নাম মাত্র অনলাইন ক্লাস এর মারফতে পরীক্ষা নেয়া শিক্ষার্থীদের সাথে এক প্রকার ধোকা মনে করছেন অভিভাবকরাও। শীতকালে করোনার দ্বিতীয় ওয়েভ হওয়ার আশংকাও উড়িয়ে দেয়ার মতো নয়৷ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার বিষয়টি কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠছে। Saifulnevora (আলাপ) ১১:০২, ২২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:Saifulnevora পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১২:৫৫, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্ৰহ করে উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণ পাতা তৈরি করবেন না, যেমনটা ব্যবহারকারী:Saifulnevora/খেলাঘর-এ করেছেন। উইকিপিডিয়ায় এরুপ সম্পাদনা নিষিদ্ধ। অনুগ্রহপূর্বক সকল পরীক্ষামূলক সম্পাদনা খেলাঘরে করুন। দ্রুত অপসারণ নীতিমালার স৩ অনুসারে পাতাটি অপসারণ করা হয়েছে। ধারাবাহিকভাবে ধ্বংসাত্মক সম্পাদনা চালিয়ে গেলে আপনার সম্পাদনা করার অধিকার হরণ করা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা পাতায় একটি আলোচনা শুরু করতে পারেন। Yahya (আলাপ) ১৩:০০, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]