ব্যবহারকারী আলাপ:S M Mamun Hossain

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: S M Mamun Hossain কর্তৃক ১ বছর পূর্বে "অনুচ্ছেদ স্থানান্তর" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

Virtual Earth BD পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

Virtual Earth BD পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ বিচারধারার জি১১ অনুযায়ী, কারণ পাতাটি দ্ব্যর্থহীন বিজ্ঞাপন মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন আবশ্যক। দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে জি১১ অনুচ্ছেদ, সাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। জনি (আলাপ) ১৫:০০, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সাপ্তাহিক আলোর দিশারী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সাপ্তাহিক আলোর দিশারী নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:৫০, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@S M Mamun Hossain আপনি দয়া করে সাপ্তাহিক আলোর দিশারী নিবন্ধটার পত্রিকাটির প্রচার সংখ্যা প্রায় ৪ হাজার ও প্রচার সংখ্যা অনুসারে পত্রিকাটি বাংলাদেশের ৩য় শীর্ষ সাপ্তাহিক পত্রিকা এই বাক্যটার রেফারেন্স দিন, তাইলে নিবন্ধটি রাখা যেতে পারে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:২০, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এরই মধ্যে এ বিষয়ে তথ্যসূত্র যোগ করা হয়েছে। চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৪৯ পেজের ৮৮ নং এবং পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার এর তালিকার ১২ পৃষ্ঠার ১০ নং দেখুন। ৩ এবং ৪ নং তথ্যসূত্র অনুসরণ করুণ। -- S M Mamun Hossain (আলাপ) ০৭:৫৫, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@S M Mamun Hossain, পত্রিকা হিসাবে WP:উল্লেখযোগ্যতা নেই, উইকিপিডিয়া:নীতিমালা অনুযায়ী অপসারণ করা হবে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১১:২৮, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সাপ্তাহিক আলোর দিশারী দ্রুত অপসারণ[সম্পাদনা]

সাপ্তাহিক আলোর দিশারী নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

উইকিপিডিয়ায় স্থান পাবার মত উল্লেখযোগ্য নয়।

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। Prince ovy (আলাপ) ১১:৩১, ১৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ স্থানান্তর[সম্পাদনা]

সুধী, হিন্দু নিবন্ধে আপনার যুক্ত করা নতুন অনুচ্ছেদটি আমি মুসলিম নিবন্ধে স্থানান্তর করেছি। যেহেতু আপনার লেখাটি মুসলিমদের উপর নিপীড়ন করা নিয়ে তাই এটাকে হিন্দু নিবন্ধে না রেখে মুসলিম নিবন্ধে রাখাই যৌক্তিক মনে করেছি। মেহেদী আবেদীন ১৩:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মুসলিমরা কি শুধু ভারতে নিপীড়িত হয়েছে? অসংখ্য দেশে, অসংখ্যবার হয়েছে। শুধু মুসলিম নয়, ইতিহাস ঘাটলে সব ধর্মের মানুষই তাদের ইতিহাসে কোন না কোন দেশে বিভিন্ন সময়ে নির্যাতনের মুখে পড়েছে। সেটা লিখলে কয়েক হাজার পাতা হবে। সেটা হিন্দুদের বিরুদ্ধে যেমন হয়েছে, মুসলিমদের বিরুদ্ধেও হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়াকে ব্যবহার করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমরা কবে কোথায় কিভাবে নিপীড়ন করেছে তা অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। গতকাল আমি যে আর্টিকেলে এই লেখাটি যুক্ত করেছিলাম সেখানে টিপু সুলতানকে দেখানো হয়েছে বর্বর হিংস্র হিন্দু বিরোধী শাসক হিসেবে। যা আমি ডিলিট দিয়েছি। যা আরএসএস, বিজেপি সাম্প্রতিক সময়ে দাবি করে। অথচ টিপু সুলতানের সেনা প্রধান, প্রধানমন্ত্রীসহ প্রায় সব উচ্চ পদস্থ কর্মকর্তাই ছিলেন হিন্দু। ধর্ম, বর্ণ নির্বিশেষে তার প্রজা প্রেম শুধু কর্ণাটক নয় বরং পুরো ভারতের টেক্সট বুকে পড়ানো হতো। যা বিজেপি ক্ষমতায় আসার পর বাদ দেয়া হয়েছে।
"নোয়াখালী দাঙ্গা" আর্টিকেলে একটু চোখ বুলান। যে ধরনের শব্দ চয়ন করা হয়েছে, তাতে স্পষ্ট সে সময়ের প্রেক্ষাপট নয় বরং মুসলিম এবং ইসলাম ধর্মকে টার্গেট করাই তাদের মূল লক্ষ। অথচ কলকাতা দাঙ্গা, বিহার দাঙ্গা, যেখানে মুসলিমরা ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছিলো সেখানে কোন কিছু পাবেন না। আপনি কিছু এড দিলেই তারা ডিলিট দেয়। এটা একটা উদাহরণ দিলাম। এমন উদাহরণ ভুরি ভুরি পাবেন।
যাই হোক কদর্য আলোচনা নিরর্থক। আমি "হিন্দু" আর্টিকেলে এটা যোগ করেছি এ কারণে যে তারা যেনো তাদের নিজেদের চেহারাটা নিজেদের চোখে দেখতে পারে। হিন্দুদের মুসলিম নিপীড়নের আরো অসংখ্য ইতিহাস আছে। মারাঠারা (মগ) মোঘল সাম্রাজ্যের শেষ দিকে কি করেছিলো? শুধু বাংলাতেই ৫ লাখ মানুষ খুনের কথা জানা যায়। ইংরেজদের শাসনামলে অধিকাংশ জমিদার ছিলো হিন্দু। মুসলিমদের সাথে তাদের ব্যবহার কেমন ছিলো? ঠিক একই ভাবে মুসলিম শাসকরাও বিভিন্ন সময়ে হিন্দু প্রজাদের নিপীড়ন করেছে। বিশেষ করে গজনীর সুলতান মাহমুদের কথা, আওরঙ্গজেবের শাসনামলের কথা অস্বীকারের কোন সুযোগ নেই।  কোন দ্বিমত নেই। কিন্তু অতীতের একটি অংশের অপরাধকে তুলে ধরে তাদের উপর ক্রমাগত নিপীড়ন বৃদ্ধি করা যা আমাদের সামনেই হচ্ছে তা বন্ধ করতে আমাদের উদ্যোগ প্রয়োজন। তাদের ভাষায়, মুসলমান মানেই অপরাধী। আর হিন্দু মানেই সাধু এ ধরনের মনোভাব থেকে তারা যেনো সরে আসে সেটাই উদ্দেশ্য। কোন ধর্মকে আক্রমন করার কোন ইচ্ছা নিয়ে উইকিপিডিয়ায় লেখালেখি করি না। কিন্তু কেউ এই প্লাটফরমকে কোন দেশ, জাতি, ধর্ম বা লিঙ্গের বিরুদ্ধে ব্যবহার করুক সেটাও চাই না।
যারা উইকিপিডিয়ায় লেখালেখি করেন তাদের কাছে অনুরোধ, যারাই অপপ্রচার করুক তাদের অপপ্রচারিত অংশ অপসারণে আর তা সম্ভব না হলে তাদের নিজেদের কর্মও তাদের সামনে তুলে ধরতে উদ্যত হোন। যাতে এই প্লাটফরম কোন গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার না হয়।
এ লেখা আমি হিন্দুতে কেনো যুক্ত করেছি, আশা করি বুঝাতে পেরেছি। আমি অনুরোধ করবো এ লেখাকে তার পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে যান। মুসলিম আর্টিকেলে এটা থাকলে মানুষ মনে করবে মুসলিমরা ইতিহাসে শুধু হিন্দুদের হাতেই নিপীড়িত হয়েছে। যা মানুষের মাঝে ভুল বার্তা দেবে। S M Mamun Hossain (আলাপ) ০৭:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন