ব্যবহারকারী আলাপ:Raqib Zaman

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগত[সম্পাদনা]

তানভীর (আলাপঅবদান) ১৩:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সারাংশ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় ইংরেজিতে সারাংশ দেওয়ার প্রয়োজন নাই ;) আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় Raqib Zaman,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, Aishik Rehman (আলাপ) ১৩:২৭, ১২ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সাধারণ চিকিৎসক নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় Raqib Zaman, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১২ এপ্রিল, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ১৮ দিন পূর্বে সাধারণ চিকিৎসক নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে
  2. নিবন্ধটির ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগতর জন্য রচনা সংশোধনের প্রয়োজন

আপনি যা করতে পারেন:

  1. অনুবাদটি সংশোধন করুন।
    1. সরাসরি যান্ত্রিক অনুবাদ নিবন্ধে যোগ করবে না।
    2. যান্ত্রিক ভাবে অনুবাদ করলেও অনুবাদটি সংশোধন করুন।
    3. যান্ত্রিক অনুবাদ করার জন্য উইকিপিডিয়ার অনুবাদক পাতা ব্যবহার করতে পারেন। এতে অনুবাদের মান কিছুটা ভালো হয়।
    4. যান্ত্রিক অনুবাদ করার জন্য অনুবাদক পাতা ব্যবহার করলেও অনুবাদটি সংশোধন করে বোধগম্য করুন।
    5. অনুবাদে যান্ত্রিকতার অস্বাভাবিক ব্যবহার থাকলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  2. অনুলিপি সম্পাদনার মাধ্যমে সংশোধন করুন।
    1. জানুন কীভাবে ও কখন নিবন্ধ থেকে টেমপ্লেট বার্তাটি সরাবেন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:২৫, ১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Raqib Zaman,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন