ব্যবহারকারী আলাপ:Nilanjana Bagchi

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

== নিবন্ধ I am Emon joker

পারস অরোরা দ্রুত অপসারণ[সম্পাদনা]

পারস অরোরা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

একই ব্যক্তি সম্বন্ধে একই ব্যবহারকারী এই নামে আরও একটি নিবন্ধ তৈরি করেছিল, যা শিরোনামের বানান ভুল থাকায় পরশ অরোরা নামে স্থানান্তরিত করা হয়ে ছিল।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। পরমাণু আলাপ ০৩:১৫, ১ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিরুৎসাহিত হবেন না[সম্পাদনা]

সম্মানিত নিলাঞ্জনা

আপনার দ্বারা তৈরিকৃত নিবন্ধ পারস অরোরা পাতার শিরোনাম পরিবর্তন করে পরশ অরোরা নামে স্থানান্তরণ করা হয়েছিল। কিন্তু আপনি পুনরায় পূর্বকার নাম পারস অরোরা নামে একই তথ্য সম্বলিত আলাদা একটি নিবন্ধ শুরু করেছিলেন কিন্তু একই ব্যক্তির নামে আলাদা দুটি নিবন্ধ রাখা হয় না তাই সেটি অপসারিত হবে (যদি এখনও না হয়ে থাকে)। কিন্তু আমি বলবো আপনি একদম নিরুৎসাহিত হবেন না; আপনি হয়তো ভাবছেন পাতার নাম পরিবর্তন হোলে সেটি আপনার নামে থাকবেনা, তাই? যদি হয় তাহলে এই নীল লিংকে যান আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আর আশাকরছি উইকিপিডিয়ায় আরও মানসম্পন্ন নিবন্ধ তৈরি করবেন। আশাবাদী আমি পরমাণু আলাপ ১০:১৪, ১ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যারিকেন এডিথ নিবন্ধ সম্বন্ধে[সম্পাদনা]

প্রিয়/মাননীয়া,

হ্যারিকেন এডিথ নিবন্ধটি আপনি শুধু যান্ত্রিক অনুবাদ করে রেখে দিয়েছেন, যের কিছুই বোঝা খুব কঠিন। তাই খুব বড় নিবন্ধ তৈরির দৌড়ে অবোধগোম্য নিবন্ধ তৈরি একদম উচিৎ নয়। সেজন্যই বলছি নিবন্ধটি অনুগ্রহ করে পরিমার্জন করুন, ছোট কোরে হলেও যাতে নিবন্ধটি পড়ে যাতে অন্তত কিছু ধারণালাভ লরা যায়। আশাকরি এব্যাপারে ধ্যান দিবেন।) পরমাণু আলাপ ০৯:২৮, ২ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ করবে না[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার জন্য ধন্যবাদ। দয়া করে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনার সময় গুগল ট্রান্সলেটর বা ইয়ান্ডেক্স অনুবাদকের মত যান্ত্রিক অনুবাদক ব্যবহার করবেন না। এগুলি থেকে এখনো পর্যন্ত সুন্দর অনুবাদ পাওয়া সম্ভব নয়। দয়া করে নিজে অনুবাদ করুন। যান্ত্রিক অনুবাদক ব্যবহার করলে আমাদের নিবন্ধগুলি অপসারণ করা ছাড়া কোন রাস্তা থাকবে না। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৫৪, ৬ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ![সম্পাদনা]

পদক প্রদানের জন্য ধন্যবাদ!! তবে পদকটি যে আপনি দিয়েছেন তা বোঝা যাচ্ছে না। তাই সেটি আবার সম্পাদিত কোরে আপনার সাক্ষর যুক্ত করুন। এটি করতে আপনি Arupa না কি ঐ নামটি মুছে চারটি ~ (ডিল্টা) চিহ্ন যোগ করুন, আপনার নাম সাক্ষর করা হয়ে যাবে। আশাকরি অবশ্যই করবেন:) পরমাণু আলাপ ১৯:০৩, ১৩ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা যুদ্ধ[সম্পাদনা]

নিবন্ধ সঠিক নামে স্থানান্তর করার পর সেটি রিভার্ট করবেন না। বাংলা উইকিতে প্রচলিত পদ্ধতিতেই মেঘ (রাগ) নিবন্ধের নাম ব্যবহার করা হয়েছে - নতুন কোন পদ্ধতি চালু করলে সেটি অন্যান্য নিবন্ধেও ব্যবহার করতে হবে। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৯, ২৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:Nilanjana Bagchi,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]