ব্যবহারকারী আলাপ:Mehrab

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


স্বাগতম বার্তা[সম্পাদনা]

প্রিয় Mehrab, উইকিপিডিয়াতে আপনাকে    স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   Bangla script display helpPlease follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
  •   টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--রায়হান আবীর ১৮:৫৯, ৩০ ডিসেম্বর ২০০৭ (UTC)

চমৎকার[সম্পাদনা]

খুব ভালো হচ্ছে কাজগুলো। বিশেষত মৃত সাগর নিবন্ধটা খুব চমৎকার আগাচ্ছে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৩৫, ৫ জানুয়ারি ২০০৮ (UTC)

আসলেই চমৎকার কাজ হচ্ছে, চালিয়ে যান, আপনাদের পেয়ে বাংলা উইকিপিডিয়ার ২০০৮ এর শুরু ভালই হচ্ছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:০৩, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)
মৃত সাগর নিবন্ধটি অনুগ্রহ করে আপনি আপনি জানেন কি তে মনোনয়ন দিন। ধন্যবাদ। --তারিফ এজাজ ০৩:৫৮, ৮ জানুয়ারি ২০০৮ (UTC)
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ
মনোনয়ন দেবার জন্য ধন্যবাদ মেহরাব ভাই, এরপর থেকে ভাল কোন নিবন্ধ লেখার পরে মনোনয়ন দিয়ে দেবেন, হুক বা মনোনয়ন লাইনের তথ্যটা লেখার সময় বিশেষভাবে সেই তথ্যটির সূত্র আছে কিনা তা যাচাই করে নিতে হবে। ধন্যবাদ। --তারিফ এজাজ ০৬:১১, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)
ধন্যবাদ , সূত্র উল্লেখ করে দিলাম

টিপ্‌স[সম্পাদনা]

নতুন নিবন্ধ তৈরির সময় ন্যূনপক্ষে নিচের জিনিসগুলি করুন:

  • শিরোনাম গাঢ় অক্ষরে লিখুন। বই বা চলচ্চিত্র হলে শিরোনাম গাঢ় ও বাঁকা করুন।
  • শিরোনামের ঠিক পরেই ইংরেজি পরিভাষা বন্ধনীতে এভাবে দিন: (ইংরেজি ভাষায়: English Name)।
  • একটি ভূমিকা অনুচ্ছেদ দিন।
  • বই বা চলচ্চিত্রের নাম নিবন্ধের ভেতরে সর্বত্র বাঁকা করে লিখুন।
  • বিষয়শ্রেণী যোগ করুন। কোন বিষয়শ্রেণীর সংযোগ যদি লাল দেখায়, তবে এটিকে কোন অধি-বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
  • ইংরেজি উইকিতে এই বিষয়ের কোন নিবন্ধ আছে কি না চেক করে নিয়ে ইংরেজি আন্তঃউইকি সংযোগ দিন। শুধু ইংরেজিটা দিলেই চলবে, বাকী ভাষারগুলি রোবট সফটওয়্যার করে দেবে।
  • পরিচ্ছেদের শিরোনাম গাঢ় করার দরকার নেই। প্রসঙ্গত, পরিচ্ছেদের শিরোনামে কোন উইকিসংযোগও দেবেন না।
  • বানানের ব্যাপারে সতর্ক হোন। হ্রস্ব ই/দীর্ঘ ঈ, হ্রস্ব উ/দীর্ঘ ঊ, ইত্যাদি যেন ভুল না হয়, খেয়াল রাখুন।--অর্ণব (আলাপ | অবদান) ১২:২৬, ৬ জানুয়ারি ২০০৮ (UTC)

মেহেরাব ভাই, আপনার কাজ খুব ভালো হচ্ছে। খুব তাড়াতাড়ি সব শিখে যাচ্ছেন। তবে নতুন নিবন্ধে category দিতে অসুবিধা হলে দেয়ার দরকার নাই। অন্য কেউ দিয়ে দিবে। কিন্তু inter wiki link দিলে ভালো হয়। ইংরেজি উইকির যে কোন নিবন্ধের শেষে পাবেন। ওগুলো কপি করুন এবং ইংরেজিরটা যোগ করে বাংলাত পেস্ট করুন। আবারো ধন্যবাদ। --রায়হান আবীর ২০:০৭, ৯ জানুয়ারি ২০০৮ (UTC)

পরিচয়[সম্পাদনা]

আপনি কি বুয়েটের'০২ এর সিএসইর মেহরাব শাহরিয়ার?--μακσυδআলাপ ১৯:০৫, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)

মাকসুদ , হম সেই মেহরাব । এসেই বেশ স্পিডে লেখালেখি শুরু করে দিলাম , কারও সাথে পরিচয় হয়নি - Mehrab ১৯:৪৩, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)
তো এরিকসন নিবন্ধের ওপর কাজ শুরু করে দে। বা গ্রামীন ফোনের ওপরেও করতে পারিস। :D --μακσυδআলাপ ১৭:০৫, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)

কয়েকটি জিজ্ঞাসা[সম্পাদনা]

  • একটি নিবন্ধে দেশের নাম অনুবাদ করতে গিয়ে অনেক সময় লেগে গেলো ।আলাপ পাতা পড়ে জানলাম উইকিপেডিয়াতে বিভিন্ন বট আছে । বটগুলো কিভাবে ব্যবহার করতে হয় কেউ কি দয়া করে জানাবেন?
  • ইনফোবক্স কি করে তৈরি করতে হয় ? অনেক ক্ষেত্রে দেখা যায় , এ বিষয়ক যে ইনফোবক্স টেম্প্লেট আছে , তাতে সব ডাটা ঠিকমত দেয়া যাচ্ছে না

ধন্যবাদ - Mehrab ১৮:১৫, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)

অনুবাদের বট আপাতত নাই, তবে ইন্টারউইকি বট নিয়মিত রান করা হয়, রাগিববট ছাড়াও অনেকগুলো অন্য উইকির বট এসে ইন্টারউইকি যোগ করে। অন্য বিভিন্ন বট মেইন্টেন্যান্স সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে। আপনার কী ধরনের কাজ করা দরকার জানলে রাগিববটের স্ক্রিপ্ট চালাতে পারি। বট ঠিকমত না লিখলে খুব সহজেই গন্ডগোল পাকিয়ে ফেলতে পারে, তাই বট দিয়ে সম্পাদনার কাজটা খুব সাবধানে করা দরকার।
আর ইনফোবক্স সরাসরি ইংরেজি উইকি থেকে কপি করে বাংলা উইকিতে টেম্পলেট হিসাবে নিতে পারেন। যেমন ধরুন ইংরেজি উইকিতে আছে Template:Infobox ABC । আপনি ঐ পাতায় গিয়ে এডিট মোডে কোডটা খুলে কপি করে, তারপর কোডটাকে বাংলা উইকির Template:Infobox ABC পাতায় পেস্ট করে দিতে পারেন। প্যারামিটারের নামগুলাকে বাংলা করার দরকার নাই, কেবল টেক্সট গুলাকে করতে পারেন (ছকে হেডার টাইপের যা লেখা অপরিবর্তিত থাকে, সেগুলাকে)। এভাবে টেম্পলেট নিয়ে আসার সুবিধা হলো, ইংরেজি উইকির যেকোনো আর্টিকেল, যেমন খেলোয়াড়ের নিবন্ধ থেকে সরাসরি ইনফোবক্সের instance কে বাংলা উইকির ঐ খেলোয়াড়ের নিবন্ধে paste করে দিতে পারেন (কেবল প্যারামিটারের মানগুলাকে বাংলা করে)। --রাগিব (আলাপ | অবদান) ১৯:০৫, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)

অভিনন্দন[সম্পাদনা]

আজাকি হালনাগাদ[সম্পাদনা]

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত মৃত সাগর নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২২ ফেব্রুয়ারি, ২০০৮ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

--আপনাকে অসংখ্য অভিনন্দন উইকিপিডিয়ার জন্য চমত্কার এই নিবন্ধ লেখার জন্য। আশাকরি ভবিষ্যতে আপনার এই প্রশংসাযোগ্য প্রয়াস অব্যাহত থাকবে। --তারিফ এজাজ ০২:৫৯, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

আজাকি হালনাগাদ[সম্পাদনা]

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত এসফাহান নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২২ ফেব্রুয়ারি, ২০০৮ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

আবারো অভিনন্দন এবং বিলম্বের জন্য দুঃখিত। --তারিফ এজাজ ০৩:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

আজাকি হালনাগাদ[সম্পাদনা]

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত বার্লিন প্রাচীর নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৩ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০৭:৫৪, ১৪ নভেম্বর ২০০৯ (UTC)

খালি নিবন্ধ[সম্পাদনা]

মেহরাব, নানা বিষয়ে নিবন্ধ তৈরীর জন্য ধন্যবাদ। কিন্তু আপনার নিবন্ধগুলার অধিকাংশতেই একটি বা দুটি বাক্য যোগ করেই অন্য নিবন্ধে চলে যাচ্ছেন। এরকম না করে বরং একটি নিবন্ধে অন্তত এক প্যারা লেখা যোগ করে তবেই অন্য নিবন্ধে যাবেন। খালি নিবন্ধ কিন্তু উইকিপিডিয়াতে রাখা হয়না বেশিক্ষণ। তাই চটপট নিবন্ধগুলোতে আরো লেখা যোগ করে দিন। --রাগিব (আলাপ | অবদান) ০২:২৯, ১৮ অক্টোবর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]


দুঃখিত রাগিব ভাই , আসলে নতুন নিবন্ধ তৈরির উদ্দেশ্য ছিল না। একটা নিবন্ধ (রোমারিও) কে পারফেক্ট করতে গিয়ে অন্যগুলির ভুক্তি তৈরি করে ফেলেছি। তবে সবসময় আন্তরিকভাবে চেষ্টা 

করি , যে গুলি শুরু করি , সবগুলিকে পূর্ণাঙ্গ করতে। এরপর থেকে সচেতন থাকব। --Mehrab

Image:F 4E mehrabad.jpg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:F 4E mehrabad.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ২০:৫১, ১০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Mehrab,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Mehrab,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]