বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Maniruzzaman Sikder

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ৩ বছর পূর্বে "বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২" অনুচ্ছেদে

হীরক রাজা ০৩:৪৭, ২৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মে 2021

[সম্পাদনা]

স্বাগতম, আমি Meghmollar2017। সম্প্রতি আপনি ইসলাম ও বিজ্ঞান, নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ — Meghmollar2017আলাপ০৫:৫৭, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি ১৪১৩ হিঃ, ১৯৯২ সালে মদিনা থেকে প্রকাশিত।'তফসীর মাআরেফুল ক্বোরআন/কোরআনুল করীম'এর পৃষ্ঠা সহ উল্লেখ করেছি। ইসলামে এই গ্রন্থটি পৃথিবীর সবচেয়ে বেশী নির্ভরযোগ্য। এই গ্রন্থের অনলাইন কোন ভার্সান নেই। -- Maniruzzaman Sikder (আলাপ) ০৭:২০, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনি দয়া করে নিবন্ধের লেখা কোনো কারণ ছাড়া মুছে দেবেন না। উইকিপিডিয়া কোনো একক উৎসের ওপর নির্ভর করে না, কাজেই কোনো গ্রন্থকে সবচেয়ে নির্ভরযোগ্য দাবি করার অবকাশ নেই। উপরন্তু, আপনি বই থেকে শুধু উদ্ধৃতি দিচ্ছেন, আর বাকি যেটুকু যুক্ত করছেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অভিমত। অনুগ্রহ করে উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে ব্যক্তিগত মতামত যুক্ত করবেন না এবং যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। আপনি ইসলাম ও বিজ্ঞান নিবন্ধটির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। উইকির নীতিমালা অনুসারে কীভাবে কাজ করতে হয় বুঝতে শুধু ইংরেজি নিবন্ধটি অনুবাদ করে বাংলায় আনুন। এছাড়া উপরে উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি প্রদত্ত বার্তায় উইকিপিডিয়ায় অবদান রাখার দিকনির্দেশনা পাবেন। শুভেচ্ছা ও শুভকামনান্তে — Meghmollar2017আলাপ০৯:৩৭, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমার আরেকজনের লেখা মুছা ঠিক হয়নি, এজন্য আমি দুঃখিত। আমার বোঝার ভুল ছিল।
আমাকে আপনি আমার কথা যোগ করতে না করেছেন কিন্তু অন্য সম্পাদক তো তার নিজের কথা যোগ করেছে।
সোর্স হিসেবে ছবি বা অনলাইন বিষয় গ্রহণযোগ্য নাকি আপনারা যেটা সঠিক বলবেন সেটা গ্রহণযোগ্য। Maniruzzaman Sikder (আলাপ) ১০:২৮, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অন্য কেউ সেরকম করে থাকলে টহল দেওয়ার সময় হয়তো আমাদের চোখে পড়েনি কিংবা তিনি হয়তো ঠিকই লিখেছেন, তাই কেউ বাতিল করেনি। সোর্স হিসেবে যেকোনো উল্লেখযোগ্য বই কিংবা সংবাদপত্রের উদ্ধৃতি গ্রহণযোগ্য। তবে বই কিংবা সংবাদপত্রের উদ্ধৃতি দেওয়ার সময় লক্ষ্য রাখবেন প্রকাশনা সংস্থা যেন নির্ভরযোগ্য হয়। যেমন: ইসলামি প্রকাশনার জন্য বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কিংবা সংবাদপত্র হিসেবে প্রথম আলো, যুগান্তর ইত্যাদি নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে স্থানীয় প্রকাশনা সংস্থার বই, স্থানীয় সংবাদপত্র ও অধিকাংশ ওয়েব পোর্টাল নির্ভরযোগ্য নয়, কেননা সেগুলো কোনো তথ্য বা সংবাদ পরিবেশনের পূর্বে এর সত্যতা যাচাইয়ে দায়িত্বশীল নয়। — Meghmollar2017আলাপ১১:৫০, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আপনাকে। ইসলামীক সোর্স হিসেবে তাফসিরে মারেফুল কোরআন আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়? Maniruzzaman Sikder (আলাপ) ১১:৫৬, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ইসলামি গ্রন্থমালা বিষয়ে আমার ধারণা তুলনামূলক কম। @Owais Al Qarni: ভাই এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারবেন। Meghmollar2017আলাপ১৩:৫৬, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: ধন্যবাদ। বাংলায় প্রকাশিত আধুনিক তাফসীরগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মাআরিফুল কুরআন। এটি একইসাথে সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের ইফা ছাপিয়েছে। এই গ্রন্থটির পিডিএফ সহজলভ্য। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৪:১৯, ৩১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

[সম্পাদনা]

সুপ্রিয় Maniruzzaman Sikder,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন