ব্যবহারকারী আলাপ:IMRANHOSSENME

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:IMRANHOSSENME পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত মুছে অপসারণের মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, কারণ পাতাটিতে লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপগুলি উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া একটি বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৫২, ২৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় IMRANHOSSENME,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয় সংসদ নির্বাচন[সম্পাদনা]

সুধী, আমি লক্ষ্য করলাম আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত নিবন্ধগুলোতে সম্পাদনা করছেন। আমি আপনাকে উইকিপিডিয়া:জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন, ২০২৪-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছাসহ, Yahya (আলাপ) ১৬:১৯, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহ করে একই বিষয়শ্রেণী দুইবার যোগ করবেন না। আমি লক্ষ্য করলাম, জীবিত ব্যক্তি বিষয়শ্রেণী নিবন্ধে ইতোমধ্যে থাকার পর আবারও যোগ করছেন। এই ভুল এড়াতে পারেন হটক্যাট গ্যাজেট ব্যবহারের মাধ্যমে। বিশেষ:পছন্দসমূহ পাতার গ্যাজেট ট্যাবে হটক্যাট নামে একটি অপশন পাবেন। সেটি চালু করলে প্রত্যেক পাতার নিচে একটি + চিহ্ন দেখতে পারবেন। তাতে ক্লিক করে সহজেই বিষয়শ্রেণী যোগ করা যাবে। Yahya (আলাপ) ১৮:৪৯, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো কাজের জন্য প্রশংসা![সম্পাদনা]

সুপ্রিয় IMRANHOSSENME, আমি আপনার মেন্টর। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন ব্যবহাকারী হিসাবে আপনি বেশ মানসম্মত ও ভালো অবদান রেখে যাচ্ছেন। আশা করি আপনি ভবিষতেও এভাবে উইকিপিডিয়ার সাথে যুক্ত থাকবেন এবং অবদান রেখে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য আপনি নির্দ্বিধায় আমার আলাপ পাতায় বার্তা পাঠাতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৪:০৫, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকেও ধন্যবাদ IMRANHOSSENME (আলাপ) ০৫:২৪, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন পদক[সম্পাদনা]

জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন ২০২৪ পদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ তৈরি/সম্প্রসারণ করায় আপনাকে এই পদকটি দেওয়া হল। অভিনন্দন ও এভাবে বাংলা উইকিপিডিয়ার উন্নতিতে অবদান রেখে যান, এই কামনা রইল। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৬, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় IMRANHOSSENME,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]