বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Habibamki

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ১ বছর পূর্বে "ব্যবহারকারী:Habibamki-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

জানুয়ারি 2019

[সম্পাদনা]

তথ্য আইকন হ্যালো, আমি NahidSultan। আমি আপনাকে জানাতে চাই যে আমি এক/একাধিক বাহ্যিক লিঙ্ক সরিয়েছি যা আপনি ফেসবুক পাতায় যোগ করেছিলেন, কারণ এটি একটি বিশ্বকোষের জন্য অনুপযুক্ত হতে যাচ্ছিল। আপনি যদি মনে করেন আমি এটি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় একটি বার্তা দিতে পারেন, অথবা লিঙ্ক সম্পর্কে আমাদের নির্দেশিকাগুলি একনজর দেখুন। আপনাকে ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৮, ১৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ট্রিক ব্লগ বিডি

[সম্পাদনা]

সুধী, দয়া করে উইকিপিডিয়াকে বিজ্ঞাপন ও স্প্যামিং কারার স্থান হিসেবে ব্যবহার করবেন না। যেকোন বিষয়কে উইকিপিডিয়াতে থাকতে হলে একটি নির্দিষ্ট মানদন্ড পূরণ করতে হয়। আর সেই মানদণ্ডে উপরের সাইটটি উইকিপিডিয়াতে থাকার যোগ্য নয়। মানদণ্ডটি en:Wikipedia:Notability (web)। কোন কিছু সত্য হলেই তা উইকিপিডিয়াতে স্থান পায় না। যেমন ধরুন, আপনি উইকিপিডিয়াতে লেখালেখি করেন। এটিতো সত্য ঘটনা। তাই বলে কিন্তু আপনার নামে নিবন্ধ লেখা যাবে না। সুতরাং দয়া করে বারবার পাতাটি তৈরি করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মার্চ ২০১৯

[সম্পাদনা]

আপনি হয়তো উইকিপিডিয়ার নীতিমালাগুলো না পড়েই সম্পাদনা করছেন। আপনার এই সম্পাদনাটি দেখে এখানে দুটি সাধারণ নীতিমালা উল্লেখ করছি:

  1. এই নীতিমালা অনুসারে মাত্র কিছু ব্যতিক্রম ছাড়া কোনো ব্লগকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না।
  2. এই নীতিমালা অনুসারে নিজের ওয়েবসাইটের লিংক যুক্ত করাকে স্প্যাম হিসেবে গণ্য করা হয়। বারবার স্প্যামিং করলে সেই ওয়েবসাইটকে স্প্যাম কালোতালিকায় যুক্ত করা হয়। বারবার স্প্যামকারীকে সম্পাদনা থেকে বাধা দেওয়াও হতে পারে। - Ahmad ০৪:১৮, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Habibamki-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:Habibamki পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার ব্য৫ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটিতে থাকা লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসারণ মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। -- Aishik Rehman ০১:০৭, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন