ব্যবহারকারী আলাপ:Fahad8384

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ২১:০৮, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

"রাজনীতির ভাষায় আমার লোক[সম্পাদনা]

সরাসরি প্রসঙ্গে আসা যাক। রাজনীতির মাঠে বহুল প্রচলিত শব্দ "আমার লোক" ব্যবহৃত হয়। অনেকেই খুব সাবলীলভাবে বলেন এ বা এরা আমার লোক। আচ্ছা আপনি দলের একজন সিনিয়র নেতা আপনি বা আপনারা যারা আছেন তারা একবার বুঝে শুনে বুকে হাত দিয়ে বলেন "আমার লোক" কথাটি কি আপনি মানেন বা বিশ্বাস করেন বা প্রয়োগ করেন? যদি বলেন ব্যাবহার বা বিশ্বাস করেন "আমার লোক" বলতে, তাদের উদ্দেশ্যে আজ আমার কিছু কথা। ধরেন, রহিম আপনার খুব কাছের একজন বিশ্বস্ত কর্মী বা সহযোদ্ধা। অপরদিকে করিম আপনার দলের একজন বিশ্বস্ত কর্মী কিন্তু সে আপনার কাছে বিশ্বস্ত নয়।(আপনার চিন্তা থেকে) এখন রহিম ও করিম দুজনেই দলের বিশ্বস্ত লোক এটা আপনি নিজেও মনে মনে বা প্রকাশ্যে স্বীকার করতে নৈতিকভাবে বাধ্যগত। -->> রহিম আপনার বিশ্বস্ত তাকে যদি বলেন, আগামীকাল দলীয় প্রোগ্রাম তুমি লোকজন কে দাওয়াত দেও এবং কাল সঠিক সময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকবে। আপনার কথামত রহিম ঠিকই অহ্মরে অহ্মরে পালন করবে। --<<এবার প্রশ্ন করিম কেও যদি একই কথা বলেন তবে করিম কি তা পালন করবে না? -->>আচ্ছা ধরুন রহিম কে বললেন সংগঠন কে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে বিভিন্ন নির্দেশনামূলক কাজের বিবরন দিয়ে তা পালন করার জন্য নিশ্চয়ই রহিম তা অহ্মরে অহ্মরে পালন করবে। --<<এবার প্রশ্ন করিম কে যদি বলেন তবে করিম কি তা পালন করবে না? -->>ধরেন কালকে দলের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এজন্য ব্যনার ফেস্টুন করতে হবে আবার লাগাতে হবে এজন্য রহিম কে বললেন আর রহিম তা অহ্মরে অহ্মরে পালন করল। --->>এবার প্রশ্ন করিম কে যদি বলেন তবে কি তা করিম করবে না? (আর্থিকভাবে দুজনেই সহ্মম) -->>ধরুন দলের প্রয়োজনীয় কাজে আপনার সাথে সারারাত একটা ছেলে কাছে রাখা জরুরী যেটা রহিম কে বললে অনায়সে থাকতে প্রস্তুত। -->>এখন প্রশ্ন করিম কি আপনার সাথে সারারাত থাকবে না। --<<ধরুন নির্বাচন এ আপনি আপনার সেন্টারে এজেন্ট দিবেন তখন আপনি রহিম কে দায়িত্ব দিলেন,আপনি জানেন ও বিশ্বস্ত যেহেতু ও যথাযথভাবে পালন করবে। -->> এখন প্রশ্ন করিমকে দায়িত্ব দিলে করিম কি তা পালন করবে না? এরকম আরো অজস্র উদাহরণ আছে যা রহিম ও করিম দুজনেই পালন করবে এবং তা নৈতিক কারনে পালন করতে বাধ্যগত। আপনি উপরের সকল বিষয়ে দুজনের মধ্যে যে কাউকেই বললে করবে অথচ আপনি দুজনের মধ্যে বিশ্বস্ত কাউকে প্রাধান্য দিতে চান। কিন্তু কেন? শুধু শুধু দলের লোকের মধ্যে আবার নিজের লোক বা আমার লোক নামে একটা আলাদা বলয় সৃষ্টি করতে চান?

      • যে কাজ দুজনেই করতে সহ্মম সেখানে কেন আলাদা করে দেখেন, কে নিজের আর কে দলের।

আসলে নিজের লোক এজন্য বানাতে চান বা সৃষ্টি করতে চান যাতে আপনি তাকে দিয়ে আপনার অনৈতিক কাজ,ব্যাক্তিগত কাজ,দলীয় কাজের বাহিরে অন্যান্য কাজ যেমন নিজের বোঝা টানাতে,বাড়ির কাজে,অফিসের কাজে,ব্যাবসার কাজে,পারিবারিক কাজে,আর্থিভাবে ফায়দা নিতে পারেন। তখন হিসাব করেন করিম আর রহিমের বিশ্বস্তা নিয়ে। তখন হিসেব মিলান কাকে দিয়ে আপনার সুবিধা হয়। তখন মাপকাঠিতে ওজন দেন কে ভারী আর কে হালকা। তখন হাইকমান্ডের কাছে সুপারিশ করেন নিজের লোকের কথা। তখন যদি আপনার লোক কোন কারনে দলের জন্য অযোগ্য হয় তবুও তাকে যোগ্য লোক বলে চালিয়ে দেন। ! ! আমি চাই না আপনার লোক হতে,আমি চাই সত্যিকারে দলের লোক হতে। "আমার লোক" নামে যতদিন বলয় থাকবে ঠিক ততদিন দল হ্মতিগ্রস্ত হবে।

আপনি এখন সাময়িকভাবে যতটুকু লাভবান হবেন ঠিক উল্টোভাবে দল ক্রমাগত হ্মতিগ্রস্ত হতে থাকলে অনেক বেশী সময় লাগবে দল ঘুরে দাড়াতে। Fahad8384 (আলাপ) ০৯:৩২, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়ায় স্বাগতম। উইকিপিডিয়া কোন ব্লগ সাইট নয়। কিভাবে উইকিপিডিয়ায় অবদান রাখবেন তা জানতে পড়ুন উইকিপিডিয়া কী নয়? ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৯:৪৫, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য ব্যবহারকারী:Fahad8384 পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ব্য৫ ধারা অনুযায়ী করা হয়েছে,, কারণ পাতাটিতে লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও নিখরচায় ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসার মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:২৭, ১৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]