ব্যবহারকারী আলাপ:Atiqul Islam Sakib

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

চিত্র:আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা).jpg-এর জন্য মুক্ত নয় যৌক্তিক ভিত্তি[সম্পাদনা]

চিত্র:আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা).jpg আপলোড করার জন্য বা এতে অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি ফাইলের পাতায় উল্লেখ করা হয়েছে যে ফাইলটি মুক্ত নয় বিষয়বস্তুর মানদণ্ডের অধীনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে একটি উপযুক্ত বা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন ফাইলটির প্রতিটি নির্দিষ্ট ব্যবহার উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য। দয়া করে ফাইলের বিবরণ পাতায় যান, এবং মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা অন্তর্ভুক্ত করতে তা সম্পাদনা করুন।

যদি আপনি আরো মুক্ত নয় মিডিয়া আপলোড করে থাকেন, তাহলে তাদের পরীক্ষণ করতে বিবেচনা করুন যে আপনি ঐ পাতাসমূহে মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা উল্লেখ করেছেন। আপনি "আপনার অবদানে" ক্লিক করে (প্রবেশরত অবস্থান এটি যে কোন পাতার শীর্ষে ডান দিকে পাবেন), এবং তারপর ড্রপডাউন বক্স থেকে "চিত্র" নির্বাচন করে আপনার সম্পাদিত ফাইলের পাতার একটি তালিকা পেতে পারেন। খেয়াল করুন যে মুক্ত নয় চিত্র যাতে ব্যাখ্যার অভাব আছে তাদেরকে ট্যাগ দেয়ার এক সপ্তাহ পর মুছে ফেলা হবে, যেমনটা দ্রুত অপসারণের জন্য বিচারধারায় বর্ণিত আছে। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞাসা করুন। আপনাকে ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৮:৫১, ৪ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:১৯, ৪ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

সুপ্রিয় আতিকুল ইসলাম সাকিব,

ইংরেজি উইকিতে আসিফ আকবর (চলচ্চিত্র নির্মাতা) ও তার বিভিন্ন কিছুর নিবন্ধ অপসারিত হয়। আপনি আবার সেগুলোই বাংলায় তৈরি করছেন। উল্লেখযোগ্যতার নীতিমালা উভয় উইকির প্রায় একই। সেখানে অপসারিত হলে খুব সম্ভবত সেটি উল্লেখযোগ্যতা পূরণ করেনি। বাংলা উইকিতে তা তৈরি করলে তা উল্লেখযোগ্যতা পূরণ করবে এমন নয়। আপনাকে আমি আপাতত তার নিবন্ধগুলো তৈরি করতে অনুৎসাহিত করব।

তার বদলে, হলিউডের হাজার হাজার জিনিসের নিবন্ধ বাংলায় নেই, আপনি সেগুলো তৈরি করুন। যেমন en:Category:Buildings and structures in Hollywood, Los Angeles থেকে বিভিন্ন কিছু আপনি বাংলায় অনুবাদ করতে পারেন (যান্ত্রিক অনুবাদ করবেন না)। এতে বাংলা উইকিপিডিয়ার উপকার হবে, আপনিও নিজের মাতৃভাষাকে সমৃদ্ধ করলেন। কোনও সাহায্য লাগলে জানাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৩, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় আফতাবুজ্জামান ভাই,
আমি উইকিতে নিবন্ধন তৈরি শুরু করি আপনাদের সহযোগিতায়। আমি আপনার সকল পরামর্শ যথারীতি পালনের চেষ্টা করবো। উল্লেখযোগ্যতার ক্ষেত্রে বলতে চাই এমন অনেক উইকি নিবন্ধ আছে বাংলায়, যেখানে এর চেয়েও কম উল্লেখযোগ্য তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে কিন্তু সেগুলোর অস্তিত্ব এখনো বাংলা উইকিতে বিদ্যমান রয়েছে।ইংরেজী উইকিও নীতিমালা একই হলেও সেটি অত্যন্ত কঠোর পর্যালোচনার ভিতর দিয়ে যেতে হয়। এমন অনেক ইংরেজী পেজ অপসারিত হতে দেখেছি যেগুলোতে প্রচুর উল্লেখযোগ্য তথ্যসূত্র ব্যবহার করা হয়েছিলো। তাই আমি ইংরেজী উইকির বদলে বাংলা উইকিতে তথ্য সংযোজনে উদ্যোগ নিয়েছি। আসিফ আকবরকে নিয়ে এমন অনেক নিউজ আর্টিকেল পাবেন যেগুলো উল্লেখযোগ্যতা বহন করে। আপনি নিজেই নিবন্ধটি সম্পাদনা করে দেখতে পারেন। আসিফ আকবর প্রথম বাঙালী চলচ্চিত্র নির্মাতা যিনি মর্যাদাপূর্ণ হলিউডের একজন সফল অবস্থানে রয়েছে। বাংলা ভাষার গর্ব থেকেই তাঁর উল্লেখযোগ্যতা প্রমাণ করতেই এই নিবন্ধটি তৈরির চেষ্টা করেছি।
হলিউডের হাজার জিনিসের নিবন্ধ বাংলায় নেই, আমি সেটির সাথে একমত পোষণ করছি। আমি ধীরে ধীরে সকল পেজ বাংলায় অনুবাদের চেষ্টা করবো। যান্ত্রিক অনুবাদ নয়। অনুবাদকে কিছুটা শৈল করার উদ্দেশ্যে চেষ্টা করবো।ধন্যবাদ। Atiqul Islam Sakib (আলাপ) ০৬:৩০, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি উইকি থেকে হলিউডের যেকোন জিনিসের অনুবাদ করে শুরু করে দিন ভাই (চলচ্চিত্র হতে শুরু করে যেকোন কিছু)। অনেকেই আশা দেয় কিন্তু করে না :( আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৭, ৬ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]