ব্যবহারকারী আলাপ:স্বর্ণশ্যামকান্তা
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় স্বর্ণশ্যামকান্তা! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:৪৪, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি) |
--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৫:৪৪, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি বিড়ালছানা![সম্পাদনা]
আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার উইকিপিডিয়া যাত্রা অব্যাহত থাকুক। :)
— আদিভাই • আলাপ • ০৫:৫৯, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
চিত্রবৎ মনোহর ছবির জন্যে ধন্যবাদ। শুভকামনার জন্যে কৃতজ্ঞতা। স্বর্ণশ্যামকান্তা (আলাপ) ০৬:১১, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ফেসবুক অ্যাকাউন্টটি সক্রিয় করার জন্য অনুরোধ করা হচ্ছে। উইকিপিডিয়া সম্পর্কিত জরুরি আলাপের জন্যে। স্বর্ণশ্যামকান্তা (আলাপ) ১৪:৫০, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
অন্তঃউইকিলিঙ্ক[সম্পাদনা]
[[ ]]
এর ভেতরে অন্তঃউইকিলিঙ্ক দেওয়া হয়। যেমন আমি যদি লিখি আমার দেশ [[বাংলাদেশ]]।
তাহলে লেখা আসবে আমার দেশ বাংলাদেশ।
কিন্তু যদি লিখি আমার জন্ম [[বাংলাদেশে]]।
, তাহলে লিখা আসবে আমার জন্ম বাংলাদেশে।
এখানে "বাংলাদেশে" শব্দটি লাল রঙে চিহ্নিত। কারণ বাংলাদেশ
নামে একটি নিবন্ধ উইকিতে আছে, কিন্তু বাংলাদেশে
নামে কোনো নিবন্ধ উইকিতে প্রয়োজন নেই। এজন্য বাক্যটি আমরা এভাবে লিখি— আমার জন্ম [[বাংলাদেশ|বাংলাদেশে]]।
তাহলে আউটপুট আসে আমার জন্ম বাংলাদেশে।
অর্থাৎ মাঝখানে একটি বার চিহ্ন যুক্ত করা হয়। বোঝা গেল? :D — আদিভাই • আলাপ • ১৪:৩৭, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
পুনশ্চঃ চিহ্নটি কিন্তু দাড়ি নয়। — আদিভাই • আলাপ • ১৪:৩৮, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- খোলাসা করে বোঝানোর জন্যে অশেষ ধন্যবাদ!!!!!!!!!!!! স্বর্ণশ্যামকান্তা (আলাপ) ১৪:৫১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- এজন্য বাক্যটি আমরা এভাবে লিখি— আমার জন্ম বাংলাদেশে। এখানে ব্র্যাকেট এর ভেতর কেবল বাংলাদেশে লিখলেই তো হতো বাংলাদেশে লেখার কী অর্থ? স্বর্ণশ্যামকান্তা (আলাপ) ১৪:৫৬, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আমি [[বাংলাদেশ]]কে ভালোবাসি।
এটাও কাজ করে উইকিতে—আমি বাংলাদেশকে ভালোবাসি।
একই ভাবেআমি [[বাংলাদেশ]]ে বাস করি।
এটাও কাজ করে—আমি বাংলাদেশে বাস করি।
তবে এভাবে না লিখেআমি [[বাংলাদেশ|বাংলাদেশে]] বাস করি।
এভাবেই লিখাটাই ভালো। — আদিভাই • আলাপ • ১৫:৩১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
আসল উইকিপদক |
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আপনার কাজ আমাদের মুগ্ধ করছে। ;) আমরা আপনার এই শ্রমকে শ্রদ্ধা জানাই এবং আশা করি এই অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। বানান সংশোধনের প্রাথমিক ধাপ সম্পন্ন করার পর এবার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত? — আদিভাই • আলাপ • ০৬:০৪, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
- meghmollar2017@gmail.com এই ঠিকানায় ইমেইল পাঠালে উত্তর পাওয়া যাবে। eliyabom akat iyan! :) — আদিভাই • আলাপ • ০৬:১৪, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
উইকিপদক! স্বর্ণশ্যামকান্তা (আলাপ) ১০:২০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)