ব্যবহারকারী:Purnendu Karmakar

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
~ আমার সম্পর্কে ~
এই ব্যবহারকারী বিদ্যাগত যোগ্যতা অনুযায়ী একজন স্নাতক
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী একজন কম্পিউটার প্রকৌশলী
এই ব্যবহারকারী মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা প্রত্যয়িত
এই ব্যবহারকারী সিসকো সিস্টেমস দ্বারা প্রত্যয়িত
এই ব্যবহারকারী মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করে অবদান রাখেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১১ বছর, ৪ মাস ও ৫ দিন
এই ব্যবহারকারী ধূমপান করেন।
আমি ভারতীয় হিসাবে গর্বিত


বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান

মোট নিবন্ধের সংখ্যা : ১,৫২,৩৮৪
মোট পৃষ্ঠা সংখ্যা : ১২,৪০,৪৪৭
মোট ফাইলের সংখ্যা : ১৮,৩৯৬
মোট সম্পাদনার সংখ্যা : ৭৩,৫৯,১৬৩
মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৫৫,৪৮৭
মোট প্রশাসক সংখ্যা : ১৪
মোট কার্যকরি-ব্যবহারকারীর সংখ্যা : ৯৬৬

আমি পূর্ণেন্দু কর্মকার(Purnendu Karmakar), আমার বাসস্থান কলকাতা (পশ্চিমবঙ্গ, ভারত)। আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম। আমি পূর্ণতায় বিশ্বাস করি। কোনও কিছু অসমাপ্ত রাখা আমার অভ্যাস নয়। স্বামী বিবেকানন্দের বাণী ধার করে বলা যায় "ধীরে অথচ নিশ্চিতভাবে" কাজ করে যাওয়াই আমার জীবনের লক্ষ্য। উইকিপিডিয়াতেও আপনারা আমার এই মনোভাবের প্রতিফলন দেখতে পাবেন বলে আশা করি।

কি করতে চাই[সম্পাদনা]

ভারত একটি অতি সুপ্রাচীন ঐতিহ্যশালী দেশ। আমি সেই দেশের মানুষ হিসাবে গর্বিত। সেইসঙ্গে আমি এই ভারতের একটি দারুন সুন্দর রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত শহর তিলোত্তমা কলকাতার মানুষ। সেকারনেই আমার মাতৃভাষা বাংলাবাংলা একটি ভীষণ সুন্দর ভাষা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতৃক সরলীকৃত সংস্কৃত ভাষা হল বাংলা। কিন্তু উইকিপিডিয়াতে খুঁজতে গিয়ে আমি দেখতে পেলাম যে বাংলায় অতি সামান্য পাতা রয়েছে। এই করনবশত: আমি আমার বাংলা ভাষাকে এবং তদুপরি আমার দেশ ভারতকে বিশ্বের দরবারে সঠিকভাবে উপস্থাস্পন করতে, যথাসম্ভব প্রচেষ্টা করব।

কিভাবে উইকিপিডিয়াতে এলাম[সম্পাদনা]

ইন্টারনেটে বিভিন্ন তথ্য খোঁজ করা আমার অনেকদিনের অভ্যাস। অনেক সময় অনেক তথ্য খোঁজ করতে গিয়ে আমি উইকিপিডিয়ার সাহায্য পেয়েছি। কিন্তু সেইসঙ্গে এটাও দেখতে পেলাম যে উইকিপিডিয়াতে বাংলা ভাষার পেজ খুবই সামান্য। সেকারনেই শেষ পর্যন্ত উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলেই ফেললাম। আর আমি হলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের মানুষ, তাই সামান্য হলেও লেখালিখিটা আমার রক্তে রয়েছে। এরপর ভাল-মন্দের বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম।

যে পাতা বারবার দেখি[সম্পাদনা]

  1. সনাতন ধর্ম
  2. মাইক্রোসফট কর্পোরেশন
  3. সিসকো সিস্টেমস
  4. কম্পিউটার বিজ্ঞান
  5. ভারত
  6. পশ্চিমবঙ্গ
  7. কলকাতা

এখানে দেখতে পারেন[সম্পাদনা]

যোগাযোগ[সম্পাদনা]

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

  1. আমার আলাপ পাতায় লিখুন
  2. অথবা ইমেইল করুন