পাওয়ার (২০১৬-এর চলচ্চিত্র)
অবয়ব
পাওয়ার | |
---|---|
পরিচালক | রাজীব কুমার বিশ্বাস |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা নিসপাল সিং |
রচয়িতা | অভিমন্যু মুখার্জী |
শ্রেষ্ঠাংশে | জিৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নুসরাত জাহান |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সুরিন্দর ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পাওয়ার ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কৌতুকাভিনয়ভিত্তিক বাংলা ভাষার একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন রাজীব কুমার বিশ্বাস।এই চলচ্চিত্রের সাউণ্ডট্রেক রচনা করেন জিৎ গাঙ্গুলী। চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেন জিৎ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং নুসরাত জাহান। এটি একটি ২০১৪ তেলুগু চলচ্চিত্র পাওয়ারের পুনর্নির্মাণ যার অভিনয়ে ছিলেন রবি তেজা।[১]
কাহিনি
[সম্পাদনা]একটি ব্যক্তি যিনি তাঁর পূর্বে জীবনে দেখতে ছিলেন একজন সৎ পুলিশ-কর্মচারী মতো, তিনি পুলিশে যোগ দেওয়ার জন্য আগ্রহী।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- জিৎ - জিতু/এসিপি বীর প্রতাপ চৌধুরী
- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় - অঞ্জলি
- নুসরাত জাহান - শ্রুতি
- সব্যসাচী চক্রবর্তী - রঞ্জিত কুমার কাপুড়িয়া
- রজতাভ দত্ত - রামকৃষ্ণ গাঙ্গুলী
- খরাজ মুখোপাধ্যায় - ওসি ভজন ঘোষ
- কাঞ্চন মল্লিক - কাঞ্চন
- দিপাঞ্জন বসক - জয় কৃষ্ণ গাঙ্গুলী
- শান্তিলাল মুখার্জী - হরি
- মানসী সিনহা - জিতুর বোন
- দেবদূত ঘোষ - পুলিশের দারোগা প্রদীপ কুমার সরকার
- রাজু দত্ত - গালা গোবিন্দ
- সুদীপ মুখোপাধ্যায় - পুলিশের দারোগা এস. বন্দ্যোপাধ্যায়
- বিশ্বজিৎ চক্রবর্তী - রজত প্রতাপ চৌধুরী
- মৌসুমি সাহা - নিলাঞ্জনা প্রতাপ চৌধুরী
- সঞ্জীব সরকার - এসিপি অভিনেশ মন্ডল
- দেবরাজ মুখার্জী - পুলিশের দারোগা পি. বিশ্বাস
- কল্যাণী মন্ডল - মায়াবতী গাঙ্গুলী
- সুপ্রিয় দত্ত - বিজয় সোন্নাল
- সোমনাথ কর - দেব কৃষ্ণ গাঙ্গুলী
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]পাওয়ার | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০১৬ | |||
শব্দধারণের সময় | ২০১৫-২০১৬ | |||
ঘরানা | বৈশিষ্ট্যে চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ১১:২৯ | |||
সঙ্গীত প্রকাশনী | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |||
প্রযোজক | ||||
জিৎ গাঙ্গুলী কালক্রম | ||||
|
এই সঙ্গীতগুলো রচনা করেন জিৎ গাঙ্গুলী।
সকল গানের গীতিকার যথাক্রমে - প্রসেন, রাজা চন্দ।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "মিস্ড কল" | রাজা চন্দ | জিৎ গাঙ্গুলী | নাকস্ আজিজ, আকৃতি কক্কর | ৩:৩৯ |
২. | "আজ আমায়" | প্রসেন | জিৎ গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী, অন্বেষা | ৪:২০ |
৩. | "চাকুম চুকুম" | রাজা চন্দ | জিৎ গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী, মোনালি ঠাকুর | ৩:৩০ |