বিষয়বস্তুতে চলুন

দত্তা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দত্তা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকনির্মল চক্রবর্তী
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা
শ্রেষ্ঠাংশেঋতুপর্ণা সেনগুপ্ত
সুরকারজয় সরকার
চিত্রগ্রাহকমৃন্ময় মন্ডল
সম্পাদকমলয় লাহা
মুক্তি
  • ১৬ জুন ২০২৩ (2023-06-16)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

দত্তা ২০২৩ সালের ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা অবলম্বনে নির্মিত,[] যা পরিচালনা করেছেন নির্মল চক্রবর্তী। বিজয়া চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিলাশ চরিত্রে সাহেব চ্যাটার্জী অভিনয় করেছেন।[] জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা কুমার এবং প্রদীপ মুখোপাধ্যায় পার্শ চরিত্রে অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন জয় সরকার। মৃন্ময় মন্ডল চিত্রগ্রহণ ও মলয় লাহা সম্পাদনা করেছেন।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

২০১৯ সালে ‘দত্তা’ সিনেমা নির্মাণ শুরু হয়। পরিচালকের পরিকল্পনা ছিল ওই বছরেই মুক্তি দেওয়ার। কারণ ওই বছরটি ছিল এই উপন্যাসের শতবর্ষপূর্তী। কিন্তু সিনেমার কাজ পিছিয়ে যাওয়ায় তা সম্ভব হয় না।[]

“আমি ফেরদৌসের অপেক্ষায় শুটিং ছয়মাস পিছিয়েও দিয়েছিলাম। পরে যখন বোঝা গেল ফেরদৌস আর আসতে পারবেন না, তার জায়গায় সাহেবকে নেওয়া হয়। ফেরদৌসের শুটিং করার দৃশ্যের নতুন করে করতে হয়। অনেক সময় নষ্ট হয়েছে।“ - পরিচালক নির্মল চক্রবর্তী[]

বাংলাদেশি অভিনেতা ফেরদৌস আহমেদ প্রথমে ‘বিলাস’ চরিত্রে অভিনয়ের কথা ছিল। তিনি সিনেমার কিছু অংশের শুটিংও করেছিলেন। কিন্তু ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তার ভিসা বাতিল হয়। ফলে তিনি দেশে ফিরতে বাধ্য হন। এর জন্য পরবর্তীতে তিনি সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেন না।[]

মুক্তি

[সম্পাদনা]

২০২৩ সালের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের 'দত্তা'"RTV Online (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩
  2. 1 2 3 4 ডেস্ক, গ্লিটজ। "শরৎচন্দ্রের 'দত্তা' আসছে ১৬ জুন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  3. "DattaU"The Times of Indiaআইএসএসএন 0971-8257। ২৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]