বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প ইসলাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: রিজওয়ান আহমেদ কর্তৃক ১ বছর পূর্বে "নির্বাচিত নিবন্ধ হওয়ার যোগ্য!" অনুচ্ছেদে

কোরআনের সূরাসমূহ

[সম্পাদনা]

আমি কোরআনের সূরাসমূহ নিয়ে কাজ করে যাচ্ছি। এটি শেষ হলে অন্য কাজে হাত দিবো। আমার মনে হয় একটি একটি ক্যাটাগরি নিয়ে কাজ করে সেটি সম্পূর্ণ করলে ভালো হবে।--ইকবাল হোসেন (আলাপ) ০৪:৩৩, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

একমত Sharif uddin (আলাপ) ০৪:৪০, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ইকবাল হোসেন কাজ চালিয়ে যান। কোন সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৪৩, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
Muḥammadচ্যাটঅবদান (৫ ফেব্রুয়ারি ২০১৬)

নিবন্ধের মান যাচাই/উন্নতি মূল্যায়ন শুরু !

[সম্পাদনা]

ইংরেজী , আরবি উইকিতে চালু আছে । উইকিপিডিয়া পিয়ার রিভিউ , উইকিপিডিয়া :অ্যাসিসমেন্ট , নির্বাচিত নিবন্ধ , ও ভালো নিবন্ধ মনোনয়নএর পদ্ধতি ব্যাবহার করে শুরু করা যেতে পারে । শরিফ ভাই , ইন্তেখাব ভাই ও মাসুম ভাইয়ের দৃষ্টি আকষণ করছি । ধন্যবাদ ।

রাসুলদের নামের পাশে পদবী যোগ প্রসঙ্গে

[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই এই নিবন্ধের তালিকায় লক্ষ করলাম রাসুলদের নামের পাশে পদবী নেই। পদবী ছাড়া রাসুলদের নাম লেখা, ও বলা বেমানান, এই বিবেচনায় "১নং বাঞ্ছিত নিবন্ধের তালিকায় " "ইব্রাহীমের সহিফা" এর স্থলে (ইব্রাহীম (আঃ) এর সহিফা) "মুসার সহিফা" এর স্থলে (মুসা (আঃ) এর সহিফা) এবং "মুহাম্মাদের ঐতিহাসিকতা" ও "মুহাম্মাদের উত্তারাধিকার" এর স্থলে (সঃ) যোগ। এবং "২নং সম্প্রসারণ ও পুনঃলিখন তালিকায়" "মুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধ তালিকা" এর স্থলে (মুহাম্মাদ (সঃ) এর নেতৃত্বে যুদ্ধ তালিকা) যোগ করার অনুরোধ রইলো। দৃষ্টিআকর্ষণ @Wikitanvir: ভাই, @NahidSultan: ভাই, @YahyA: ভাই, @Ferdous: ভাই,

শেখহাসানআলাপ... ০৭:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Shekh Mahmudul Hasan: উইকিপিডিয়ার রচনাশৈলীর নীতি অনুসারে কোনো নিবন্ধে কোনো ব্যক্তির প্রশংসামূলক বা অন্য যে-কোনো পদবী (তা ব্যক্তির ধর্ম বা অন্য কোনো পরিচয় নির্বিশেষে) ব্যবহার করা নিষেধ। এজন্য আপনি কোথাও (স.) বা (আ.) দেখেননি আর তা গ্রহণও করা হয় না। আপনি ইতোমধ্যেই কয়েক স্থানে সঃ/স./সা./সাঃ যোগ করেছেন যা আমি অপসারণ করেছি। অনুগ্রহ করে সামনে এ ধরনের পদবী যোগ করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ। — তানভির০৯:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Wikitanvir: কিন্তু এই নিবন্ধের অন্য নবিদের নামের পাশে তো পদবী আছে। তাই আমি অনেক খুঁজার পরে পেয়েছি এবং চেঞ্জ করেছি। শেখহাসানআলাপ... ০৯:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Shekh Mahmudul Hasan: সেগুলোও তবে পরিবর্তন করা প্রয়োজন। তবে খেয়াল রাখবেন যে নিবন্ধের কোথাও (বিশেষ করে তথ্যছকে, যেমন মুহাম্মাদ নিবন্ধে) একবার পদবী উল্লেখ করা হলে তা ঠিক আছে। কারণ কারও যে এই পদবীটা রয়েছে তা একটি গুরুত্বপূর্ণ তথ্য। তবে নিবন্ধ শিরোনাম ও নিবন্ধে বারবার তার নাম উল্লেখের সময় পদবী উল্লেখ করা বর্জনীয়। ধন্যবাদ, বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য। — তানভির০৯:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম

[সম্পাদনা]

নিবন্ধ তালিকায় ইংরেজি নামের সাথে বাংলায় প্রদত্ত নামের অর্থগত মিল না থাকলে বা আংশিক মিল থাকলে অনুবাদ নাম নির্বাচন এ শাব্দিক অর্থ ব্যবহার করা যাবে? নাকি নিবন্ধ তালিকায় দেয়া নাম হুবহু ব্যবহার করতে হবে?---FARMER (আলাপ) ১৩:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@FARMER: তালিকায় ভুল থাকতে পারে। যদি ভুল চোখে পরে তবে নিজেই তা সংশোধন করতে পারেন। অথবা, এখানে জানাতে পারেন। সঠিক শিরোনাম ব্যবহার করে সঠিকভাবে উইকিউপাত্ত সংযোগ দিলেই হবে।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৪:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ লেখা প্রসঙ্গে

[সম্পাদনা]

সালাম নিবেন (ইসলাম ও খ্রিস্টান ধর্ম )এই নিবন্ধ কি আমি লিখতে পারি এবং উইকিপ্রকল্প ইসলামে লেখার নিয়মকানুন নির্দেশনা দিবেন। আমি আপনার উইকিপ্রকল্প ইসলামে অবদান রাখার ইচ্ছা পোষণ করি। এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। মামুন ইকবাল (আলাপ) ০৬:৪৭, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মামুন ইকবাল: আপনি কি ঠিক বলতে চাইছেন, সেটা পরিষ্কার না। এই সম্পর্কে সম্ভবত নিবন্ধ রয়েছে; ইসলাম ও অন্যান্য ধর্ম দেখেন। তাতেও আপনি যদি অন্য তৈরি করতে চান, তাহলে খেলাঘর ব্যবহার করেন। সেখানে লেখা শেষ হলে, প্রশাসকের কাছে পর্যালোচনার জন্য আপনার খসড়া জমা দিতে পারবেন। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ০৭:০৪, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নির্বাচিত নিবন্ধ হওয়ার যোগ্য!

[সম্পাদনা]

আসসালামু আলাইকুম!ইসলাম নিবন্ধটি বর্তমানে যথেষ্ট পরিমাণে তথ্যসমৃদ্ধ হয়েছে।উইকিপিডিয়ার অন্যান্য নির্বাচিত প্রবন্ধের তুলনায় নি:সন্দেহে এটি সর্বাধিক তথ্য ও নির্ভরযোগ্য তথ্যসূত্রবহুল নিবন্ধ।সকলকে অনুরোধ করছি নিবন্ধটিকে পর্যালোচনা করে নির্বাচিত প্রবন্ধে উন্নীত করার জন্য।ধন্যবাদ! রিজওয়ান (আলাপ) ১১:২১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন