আলাপ:আবদুল গফুর হালী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধে প্রায় অধিকাংশ লেখাই এক ব্যক্তির বইয়ের পর্যালোচনামূলক। দেখা যাচ্ছে নিবন্ধে আবদুল গফুর হালীর নাম বেশি ব্যবহৃত হয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৩:৪৯, ১৬ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পাঞ্জাবিওয়ালা গানটি গফুর হালীর লেখা গান ন,গীতিকার আহমেদুল হক সিদ্দিকী ১৯৮৩ সালে চট্টগ্রাম থেকে চলে যাওয়ায় তাকে নিয়ে ওয়েব বা পত্রিকায় কিছু লেখা হয়নি। কুতুবদিয়া দ্বীপ অঞ্চলে কোন জাতীয় ও স্থায়ী পত্রিকার সংযোগ না থাকায় এসব গান গুলো তার অবদানকে হেয় করে দেখা হয়েছে। আহমেদুল হক সিদ্দিকীর মতে - এ গান গুলো তার লেখা গান। তিনি বর্তমানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রধামন্ত্রীর আদেশে ২০ গানের রেকর্ড পাঠিয়েছেন। ''মন্ত্রী '' (আলাপ) ১০:৪৫, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]