উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Md.Farhan Mahmud (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Nazrul Islam Nahid

  • অনুরোধের অবস্থা:    সফল

সবগুলো স্ক্রিপ্ট ইনস্টলের সময় ভুল বশত শুরুর দিকেই আমার হাতে রোলব্যাক স্ক্রিপ্টটি চলে আসে যা শুরুতে কয়েকবার ভুল ব্যবহারও করেছিলাম। বর্তমানে আমি এটি ব্যবহার করতে পারি। আমি ধ্বংসপ্রবণতা পাতাটিও পড়েছি।। #cvn-sw চ্যানেলের মাধ্যমেও আমি উইকিপিডিয়া সম্পাদনাগুলো মনিটরিং করি। - Nazrul Islam Nahid (আলাপ) ১৩:০৫, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Mouryan

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

দীর্ঘ সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলেছি তথা নিজের সম্পাদনার মধ্য দিয়ে সাধ্য মতো বাংলা উইকির উন্নয়নে সাহায্য করেছি। বিগত মোটামুটি নয় বছরে সহ-সম্পাদকগণকে খুব একটা নারাজ হওয়ার সুযোগ প্রদান করিনি। আমি এমনিই মাঝে মধ্যে বাংলা উইকিতে কে কী কাজ করছে, সাম্প্রতিক পরিবর্তনসমূহ দেখে বেড়াই। পশ্চাৎপসরকের অধিকারটি পেলে চেষ্টা করবো যথাসম্ভব এটির সদব্যবহার করে ধ্বংসপ্রবণতাকে আরো কার্যকরীভাবে রুখতে। Mouryan (আলাপ) ১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য @Mouryan শুভেচ্ছা নিবেন। আপনি বিশ্বস্ত ব্যবহারকারী এতে কোনো সন্দেহ নাই। উইকিপিডিয়া:রোলব্যাক পড়েছেন? আর এটিও নিশ্চিত হওয়া প্রয়োজন যে, আপনার অধিকারটি আসলে প্রয়োজন কিনা! আমি লক্ষ্য করলাম, এখন পর্যন্ত মাত্র ৯ বার পূর্বাবস্থায় ফেরত লিংকটি ব্যবহার করেছেন। প্রায় তিন বছর আগে ফাইল স্থানান্তরকারী অধিকার পেলেও ১ বার এটি ব্যবহার করেছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:২৪, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Md.Farhan Mahmud

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

গত বছরের জানুয়ারি মাস থেকে আমি উইকিপিডিয়াসহ কয়েকটি উইকিতে নিয়মিত অবদান রাখছি। আমি প্রায় প্রতিদিনই উইকিতে টহলঘরে টহল দিই। আমি টুইংকল ও মোবাইল আনডু স্ক্রিপ্টের সাহায্যে নতুন পাতা ও সাম্প্রতিক সম্পাদনা টহল দিয়ে আসছি। কোন ধরনের নতুন উইকিপিডিয়ার নীতিমালাবিরোধী পাতা দেখলে আমি অপসারণ ট্যাগ এবং ভুল সম্পাদনা কিংবা ধ্বংসপ্রবণতা চোখে পড়লে আমি সাথে সাথেই তা বাতিল করি। আমি WP:রোলব্যাক পড়েছি। এবং কখন রোলব্যাক করতে হবে এবং কখন করা যাবে না এই সম্পর্কে অবহিত আছি। এছাড়া আমি অবহিত আছি যদি রোলব্যাক করি তাহলে আমি তার জবাব দিতে বাধ্য থাকব। সর্বোপরি, আমি মনে করি এই সুবিধা পেলে আমি ধ্বংসাত্মক ও ভুল সম্পাদনা বাতিল করতে আমার সুবিধা হবে। ধন্যবাদ! ≈ ফারহান  «আলাপ» ১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]