উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Mohaguru (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৩, ৭ আগস্ট ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Foysalur Rahman Shuvo

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আরো অবদান রাখতে ইচ্ছুক। এফ আর শুভ (আলাপ) ১৬:৫৬, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Foysalur Rahman Shuvo: আপনি মনেহয় এই অধিকার সম্পর্কে জানেন না, এটি কেনো এবং কি কারণে দেয়া হয়। উইকিপিডিয়া যারা বিশ্বস্ত এবং ৫০ টিরও বেশি মানসম্মত নিবন্ধ তৈরি করেছেন তাদেরকেই এই অধিকার দেওয়া হয়। যাতে তাদের তৈরি করা নিবন্ধ গুলো পুনরায় পরীক্ষা করতে না হয়। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ দেখুুন। জনি (আলাপ) ১৭:৫১, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Mohaguru

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়ায় প্রতিনিয়ত নতুন নিবন্ধ তৈরি ও সম্পাদনা করে আসছি। আমার তৈরী বা সম্পাদিত নতুন নিবন্ধগুলোকে টহল বা পরীক্ষণের জন্য প্রশাসক বা পরীক্ষকগণের সময় ব্যয় হচ্ছে। অদ্যাবদি আমার তৈরী/সম্পাদিত কোন নিবন্ধই অপসারণ প্রস্তাবনায় আসেনি বা যাচাই যোগ্যতায় ব্যাঘাত ঘটেনি। ফলে আমি যদি এই অধিকারটি প্রাপ্ত হই তাহলে উক্ত কাজের জন্য নিযুক্ত প্রশাসক বা অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীগণের সময় বাঁচবে। আমি উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরী, যাচাইযোগ্যতা ও রচনাশৈলী সম্পর্কে সম্পূর্ণ অবগত আছি। এছাড়া আমি প্রায়ই সম্প্রতিক পরিবর্তন লগে প্রাপ্ত নিবন্ধগুলো পরীক্ষা বা টহল করছি এবং উইকিপিডিয়ার নীতিমালা মেনে তৈরী হয়নি এমন নিবন্ধগুলোর রিপোর্টও করছি। তাই আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি পেলে কৃতার্থ হব। Mohaguru (আলাপ) ১২:৩৩, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]