বিবিচিনি ইউনিয়ন
বিবিচিনি | |
---|---|
ইউনিয়ন | |
১নং বিবিচিনি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বিবিচিনি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৩৭.০০১″ উত্তর ৯০°১২′৩৪.৯৯৯″ পূর্ব / ২২.৪৬০২৭৮০৬° উত্তর ৯০.২০৯৭২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরগুনা জেলা |
উপজেলা | বেতাগী উপজেলা |
আয়তন | |
• মোট | ২,৫২৪ হেক্টর (৬,২৩৭ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৭,৩৪৭ |
• জনঘনত্ব | ৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৪ ৪৭ ২৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বিবিচিনি বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বিবিচিনি ইউনিয়নের আয়তন ৬,২৩৭ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বিবিচিনি ইউনিয়ন বেতাগী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেতাগী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১০নং নির্বাচনী এলাকা বরগুনা-২ এর অংশ।
অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরগুনা জেলার বেতাগী উপজেলায় বিবিচিনি ইউনিয়নটি অবস্থিত। ইউনিয়নের উত্তরে বরিশাল জেলার বাকরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন, দক্ষিণে বরগুনা জেলার বেতাগী উপজেলার ২নং সদর ইউনিয়ন, পূর্বে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন ও পূর্বে বিষখালী নদী। চিনি বিবির নাম অনুসারে এই ইউনিয়নের নাম হয়েছে বিবিচিনি। বিবিচিনি ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় ১৯৬১ খ্রিষ্টাব্দে।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিবিচিনি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৮,৩৬৫ জন এবং মহিলা ৮,৯৮২ জন। মোট পরিবার ৩,৯৯১টি।[১]
ওয়ার্ড নং | গ্রামের নাম | জনসংখ্যা (২০১১) |
---|---|---|
০১ | বিবিচিনি গ্রাম | ৫৮০৩ |
০২ | চর বিবিচিনি | ৫৯ |
০৩ | গাবুয়া-পুটিয়াখালী | ৭৩৬ |
০৪ | দেশান্তরকাঠী | ৪৫৩৩ |
০৫ | গড়িয়াবুনিয়া | ২০৩৮ |
০৬ | ফুলতলা | ৩৮৯৫ |
০৭ | তালগাছিয়া | ৪৬৭ |
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিবিচিনি ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.১%।[১]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যানঃ জনাব নওয়াব হোসেন খান[২]
ক্রমিক নং | নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ আব্দুল কাদের গাজী | ২১/০৫/১৯৮৩ থেকে ২৪/০৭/১৯৮৮ |
০২ | মোঃ এনায়েত হোসেন হাওলাদার | ২৫/০৭/১৯৮৮ থেকে ২৪/০৫/১৯৯২ |
০৩ | এবিএম গোলাম মোস্তফা | ২৫/০৫/১৯৯২ থেকে ১৯/০২/১৯৯৮ |
০৪ | নওয়াব হোসেন খান | ২০/০২/১৯৯৮ থেকে ১৪/০৪/২০০৩ |
০৫ | মোঃ এনায়েত হোসেন হাওলাদার | ১৪/০৪/২০০৩ থেকে ৩০/০৩/২০১০ |
০৬ | মোঃ আনিচুর রহমান | ১৪/০৪/২০১০ থেকে ১৪/০৬/২০১৫ |
০৭ | নওয়াব হোসেন খান | ৪/০৮/২০১৫ থেকে ১৪/০৬/২০২০ |
০৮ | নওয়াব হোসেন খান | বর্তমান |
যোগাযোগ
[সম্পাদনা]বিবিচিনি ইউনিয়নে পশ্চিম প্রান্ত দিয়ো বরগুনা-বরিশাল মহাসড়ক হওয়ায় যাতায়াতে জনগণ বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। এ সড়ক সহ ইউনিয়নের অভ্যন্তরীণ সকল সড়কেই নিয়মিত অটোরিক্সা, রিক্সা, মটর সাইকেল, ইঞ্জিন চালিত ভ্যান ইত্যাদি যানবাহন চলাচল করে। এছাড়া নৌপথে লঞ্চ, ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা যোগেও উপজেলা বা জেলা সদরে যোগাযোগ করা যায়।
হাট বাজার
[সম্পাদনা]ইউনিয়নে হাট[৩] বাজার রয়েছে ৯ টি। যথাক্রমেঃ ডিসির হাট, পল্লীমঙ্গল বাজার, এমপির হাট, গাড়িয়াবুনিয়া বাজার, পুটিয়াখালী বাজার, ফুলতলা বাজার, শান্তিনগর(দরগির চর) বাজার, কাটাখালী বাজার, বিবিচিনি পানের বাজার।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
- ↑ "ইউপি চেয়ারম্যান - বিবিচিনি ইউনিয়ন"। bibichiniup.barguna.gov.bd। ২৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০।
- ↑ "হাট বাজার"। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |