বিবাহ ডায়েরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিবাহ ডায়েরিজ
বিবাহ ডায়েরিজ চলচ্চিত্রের প্রথম প্রষ্টার
পরিচালকমৈনাক ভৌমিক
প্রযোজকরুপা দত্ত
চিত্রনাট্যকারসৌরভ পালোধি
শ্রেষ্ঠাংশে
সুরকারসভ্য গুপ্ত
চিত্রগ্রাহকগৌরিক সরকার
প্রযোজনা
কোম্পানি
ক্যেমেলিয়া প্রোডাকসশ পাইভেট লিমিটেড
পরিবেশকএসোর ইন্টারন্যাশোনাল
মুক্তি২০ জানুয়ারি ২০১৭
দেশভারত
ভাষাবাংলা

বিবাহ ডায়েরিজ হল একটি রোমান্টিক, হাস্যরসাত্বক ধরনের বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। এই চলচ্চিত্রটিকে ক্যেমেলিয়া প্রোডাকসশ পাইভেট লিমিটেডের অধিনে প্রযোজনা করেছেন রূপা দত্ত। চলচ্চিত্রটি একটি দাম্পত্য জীবনের পূর্বে ও পরের ঘটনার নিয়ে গড়ে ওঠেছে।[১] চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীসোহিনী সরকারবিবাহ ডায়েরিজ ২০১৭ সালের হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে পুরষ্কিত হয়েছে।চলচ্চিত্রটি বক্সওফিস আয়ের হিসাবে হিট তকমা পায়।[২]

শেষ্ঠাংশে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

ক্রম নাম শিল্পী
তুমি নেই স্যাভি গুপ্ত
এই ভাবে গল্প হোক লগ্নজিতা চক্রবর্তী
খেলনা বাটি মোন অনুপম রায়
নাছোরবাদ্দা মোন সোমলতা আচার্য্য চৌধুরী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BookMyShow। "Bibaho Diaries"BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৭ 
  2. "Tollywood's six-month report card"