বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভা
ত্রিপুরা-এর মন্ত্রিসভা
২০১৮-২০২২
গঠনের তারিখ৯ মার্চ ২০২২
বিলুপ্তির তারিখ১৪ মে ২০২২
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানসত্যদেব নারায়ণ আর্য (রাজ্যপাল)
সরকারপ্রধানবিপ্লব কুমার দেব
(মুখ্যমন্ত্রী)
মন্ত্রী সংখ্যা১১
মন্ত্রী বাতিল
(মৃত্যু/পদত্যাগ/বরখাস্ত)
সদস্য দলগুলি
আইনসভায় অবস্থাসংখ্যাগরিষ্ঠতা
৪০ / ৬০ (৬৭%)
বিরোধী দলসিপিআইএম
বিরোধী নেতামানিক সরকার
ইতিহাস
নির্বাচন২০১৮
আইনসভার মেয়াদ৫ বছর
পূর্বতনমানিক সরকারের চতুর্থ মন্ত্রিসভা
পরবর্তীমানিক সাহার প্রথম মন্ত্রিসভা

এটি ছিল ১১ মার্চ ২০১৮ থেকে ১৪ মে ২০২২ পর্যন্ত বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা। বিপ্লব কুমার দেব হলেন ভারতীয় জনতা পার্টির নেতা যিনি ১১ মার্চ ২০১৮-এ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এটি ১৪ মে ২০২২-এ তার মুখ্যমন্ত্রী পদ বিলুপ্তির সাথে শেষ হয়েছে।[১]

মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ আটজন মন্ত্রী রয়েছেন। মন্ত্রীদের তালিকা তাদের মন্ত্রণালয়ের নামের সাথে নিচে দেওয়া হলো।[২][৩][৪][৫][৬]

এই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ জন পদাধিকারী ভারতীয় জনতা পার্টির এবং জন পদাধিকারী ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্টের অন্তর্গত।

মন্ত্রী পরিষদ[সম্পাদনা]

ক্রমিক নং নাম বিধানসভা কেন্দ্র মন্ত্রণালয় [৭] দল
মুখ্যমন্ত্রী
১. বিপ্লব কুমার দেব বনমালীপুর
  • স্বরাষ্ট্র
    (জেল, অগ্নি এবং জরুরী সেবা ব্যতীত)
  • সাধারণ প্রশাসন
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • নির্বাচন
  • পি.ডব্লিউ.ডি (ডি.ডব্লু.এস ব্যতীত)
  • শিল্প ও বাণিজ্য
    (তথ্য সংস্কৃতি সহ)
  • অন্যান্য যেসব বিভাগ কোন মন্ত্রীর জন্য বরাদ্দ নয়
বিজেপি
উপমুখ্যমন্ত্রী
জিষ্ণু দেববর্মা চড়িলাম
  • বিদ্যুৎ
  • অর্থ
  • পল্লী উন্নয়ন
    (পঞ্চায়েত সহ)
  • পরিকল্পনা এবং সমন্বয়
    (পরিসংখ্যান সহ)
বিজেপি
মন্ত্রিপরিষদ
রতনলাল নাথ মোহনপুর
  • শিক্ষা
    (স্কুল এবং উচ্চতর)
  • আইন
  • সংসদীয় বিষয়
বিজেপি
নরেন্দ্র চন্দ্র দেববর্মা টাকারজলা
  • রাজস্ব
  • বন
আই.পি.এফ.টি
প্রাণজিৎ সিংহ রায় রাধাকিশোরপুর
  • কৃষি এবং কৃষক কল্যাণ
  • পরিবহন
  • পর্যটন
বিজেপি
মেবার কুমার জমাতিয়া আশারামবাড়ী
  • উপজাতী কল্যাণ
  • শিল্প ও বাণিজ্য (তাঁত, হস্তশিল্প এবং সেরিকালচার)
  • মৎস্য চাষ
আই.পি.এফ.টি
মনোজ কান্তি দেব কমলপুর
  • খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক
  • শিল্প ও বাণিজ্য (তাঁত, হস্তশিল্প, সেরিকালচার এবং তথ্য সংস্কৃতি ব্যতীত)
বিজেপি
শ্রীমতী সান্ত্বনা চাকমা পেঁচারথল
  • সমাজ কল্যাণ এবং সামাজিক শিক্ষা
  • নগর উন্নয়ন
বিজেপি
রামপ্রসাদ পাল সূর্যমণিনগর
  • স্বরাষ্ট্র
    (জেল, অগ্নি এবং জরুরী পরিসেবা)
  • ওবিসি কল্যাণ
  • সংখ্যালঘু কল্যাণ
  • সহ-যোগিতা
বিজেপি
১০ ভগবান দাস পাবিয়াছড়া
  • শ্রম
  • এস.সি কল্যাণ
  • প্রাণী সম্পদ উন্নয়ন
বিজেপি
১১ সুশান্ত চৌধুরী মজলিশপুর
  • ক্রীড়া এবং যুব কল্যাণ
  • ডি.ডাব্লু.এস
  • তথ্য ও সাংস্কৃতিক বিষয়সমূহ
বিজেপি

সাবেক মন্ত্রী[সম্পাদনা]

নাম বিধানসভা কেন্ত্র মন্ত্রণালয় পার্টি
সুদীপ রায় বর্মন আগরতলা
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ
  • শিল্প ও বাণিজ্য (তথ্য সমূহ)
  • ডি.ডাব্লু.এস
বিজেপি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Manik Saha takes oath as Tripura chief minister"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৭ 
  2. Press Trust of India (১০ মার্চ ২০১৮)। "Day After Assuming Office, Tripura Chief Minister Allocates Portfolios"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  3. Biplab Kumar Deb—RSS member to Tripura CM
  4. Deb distributes portfolios among ministers
  5. Biplab Kumar Deb allocates portfolios to inducted ministers; keeps home, PWD, industries departments for self
  6. Biplab Kumar Deb sworn in as new CM of Tripura
  7. https://www.tripura.gov.in/councilminister