বিষয়বস্তুতে চলুন

মেবার কুমার জমাতিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেবার কুমার জমাতিয়া, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ইন্ডিজেনাস পিপলস্ ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) নামক ত্রিপুরার একটি আঞ্চলিক দলের প্রতিনিধি। তিনি ত্রিপুরার জনজাতি মানুষদের জন্য পাহাড়ের এডিসি এলাকা নিয়ে একটি পৃথক রাজ্যর দাবিতে আন্দোলন করেছিলেন। তিনি ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট প্রার্থী অঘোর দেববর্মাকে ৬,৯৮৭ ভোটের ব্যাবধানে পরাজিত করে জয়ী হন[]। তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিজেপি-আইপিএফটি জোট সরকারের উপজাতি কল্যাণ এবং বন-মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ২০২১ সালে ত্রিপুরা মন্ত্রিসভা শাফল হবার পর তিনি বর্তমানে শিল্প ও বাণিজ্য (তাঁত, হস্তশিল্প এবং সেরিকালচার), মৎস্য চাষ এবং উপজাতী কল্যাণ দপ্তরের মন্ত্রী।

তথ্যসূত্র

[সম্পাদনা]