বিষয়বস্তুতে চলুন

বার্ট হপকিন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বার্ট হপকিন্স
আনুমানিক ১৯০৮ সালে বার্ট হপকিন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আলবার্ট জন ইয়ং হপকিন্স
জন্ম(১৮৭৪-০৫-০৩)৩ মে ১৮৭৪
ইয়ং, নিউ সাউথ ওয়েলস
মৃত্যু২৫ এপ্রিল ১৯৩১(1931-04-25) (বয়স ৫৬)
উত্তর সিডনি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২০ ১৬২
রানের সংখ্যা ৫০৯ ৫৫৬৩
ব্যাটিং গড় ১৬.৪১ ২৫.৪০
১০০/৫০ ০/০ ৮/২৩
সর্বোচ্চ রান ৪৩ ২১৮
বল করেছে ১৩২৭ ১৩৬১৯
উইকেট ২৬ ২৭১
বোলিং গড় ২৬.৭৬ ২৪.৩৯
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৮১ ৭/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/০ ৮৭/০
উৎস: ক্রিকইনফো.কম, ২২ ডিসেম্বর ২০১৮

আলবার্ট জন ইয়ং বার্ট হপকিন্স (ইংরেজি: Bert Hopkins; জন্ম: ৩ মে, ১৮৭৪ - মৃত্যু: ২৫ এপ্রিল, ১৯৩১) নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[][][] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯০২ থেকে ১৯০৯ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন বার্ট হপকিন্স

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ২০টি টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন বার্ট হপকিন্স। ১৪ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।

১৯০২ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড গমন করে। দলের অন্যতম সদস্যরূপে লর্ডস টেস্টে অংশ নেন। আর্নি জোন্সের সাথে বোলিং উদ্বোধনে নেমেছিলেন তিনি। খ্যাতনামা ক্রিকেটার সিবি ফ্রাইরণজিৎসিংজীকে শূন্য রানে বিদায় করে প্রথম দুইটি উইকেট পান। এরপর অবশ্য আর কোন উইকেট পাননি তিনি। ঐ খেলায় তার বোলিং পরিসংখ্যান ছিল ২/১৮।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে মৌচাষ করতেন। ২৫ এপ্রিল, ১৯৩১ তারিখে ৫৬ বছর বয়সে বার্ট হপকিন্সের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of Australia Test Cricketers
  2. "Australia Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮ 
  3. "Australia Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]