বগিয়া ইউনিয়ন
বগিয়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | মাগুরা সদর উপজেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,২৫৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বগিয়া ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]বগিয়া ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- মহম্মদপুর আঞ্চলিক সড়কের ৯ কিলোমিটার পশ্চিম দিকে আলোকদিয়া বাজার নামক স্থানে ৪নং বগিয়া ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ২০ বর্গ কিলোমিটার[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৭১ সালে মোঃ খেজের মোল্যা নামক ব্যক্তি ১ একর ৯০ শতক জমি দান করেন। তার উপর ভিত্তি করেই ১৯৯৫ সালে নির্মিত হয় ইউনিয়ন পরিষদ ভবন। বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০১০ সাল।
প্রশাসনিক বিন্যাস
[সম্পাদনা]২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২২,২৫৫ জন। বগিয়া ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৩টি এবং মোট গ্রাম সংখ্যা ১৪টি। গ্রামের নাম সমূহঃ-
ক্রমিক | গ্রামের নাম | ওয়ার্ড নম্বর | ডাকঘর |
---|---|---|---|
১ | বারাশিয়া | ১ নং ওয়ার্ড | বারাশিয়া |
২ | বরই | ২ নং ওয়ার্ড | বরই |
৩ | নারায়ণপুর | ২ নং ওয়ার্ড | বরই |
৪ | পাতুরিয়া | ২ নং ওয়ার্ড | বরই |
৫ | সিতারামপুর | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৬ | রামচন্দ্রপুর | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৭ | বাগবাড়িয়া | ৩ নং ওয়ার্ড | বাগবাড়িয়া |
৮ | পাইকেল | ৪ নং ওয়ার্ড | বগিয়া |
৯ | বগিয়া | ৪ নং ওয়ার্ড | বগিয়া |
১০ | আলোকদিয়া | ৫ নং ওয়ার্ড | আলোকদিয়া |
১১ | গৃহগ্রাম | ৬ নং ওয়ার্ড | শিরিজদিয়া |
১২ | শিরিজদিয়া | ৬ নং ওয়ার্ড | শিরিজদিয়া |
১৩ | পুখরিয়া (পূর্ব পাড়া) | ৭ নং ওয়ার্ড | পুখরিয়া |
১৪ | পুখরিয়া (পশ্চিম পাড়া) | ৮ নং ওয়ার্ড | পুখরিয়া |
১৫ | বালিয়াডাঙ্গা | ৯ নং ওয়ার্ড | বালিয়াডাঙ্গা |
শিক্ষা
[সম্পাদনা]২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার– ৬৯%।
- ডিগ্রী মহাবিদ্যালয়- ১টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬টি
- বেসরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩টি
- উচ্চ বিদ্যালয়- ৩টি
- কিন্ডার গার্ডেন- ৩টি
- এতিম খানা- ২টি
- মসজিদ- ৩৬টি
- মন্দির- ১২টি
স্বাস্থ্য
[সম্পাদনা]- কমিউনিটি ক্লিনিক- ২টি
- পরিবার কল্যাণ কেন্দ্র- ১টি
কৃষি
[সম্পাদনা]বগিয়া ইউনিয়ন এর প্রধান প্রধান কৃষিপন্যের মধ্যে রয়েছে ধান, পাট, মরিচ, মসুর ডাল, সরিষা,ছোলা, বেগুন, শিম, মিস্টি কুমড়া, লাউ প্রভৃতি। এ এলাকা শাক সবজি ও মসলা জাতীয় কৃষিপন্যের জন্য প্রসিদ্ধ। এখানে বছরে ৩ বার ফসল ফলে।
যোগাযোগ
[সম্পাদনা]মাগুরা- শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে মহম্মদপুর উপজেলা আঞ্চলিক রোডের আলোকদিয়া বাজার নামতে হবে। বগিয়া ইউনিয়ন মাগুরা শহর থেকে ৯ কিলোমিটার পশ্চিমে আলোকদিয়া বাজার নামক স্থানে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে বগিয়া যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, সিএসজি, মটর চালিত ভ্যান ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- কবি সৈয়দ আলী আহসান
- অধ্যাপক ডঃ সৈয়দ আলী আশরাফ
- ড. সৈয়দ আলী নকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
- কবি গোলাম হোসেন
- লেখক সৈয়দ মাজহারুল পারভেজ
- পীর সৈয়দ জাফর ছাদেক
- সৈয়দ সাকেব মিয়া, মরহুম পীর সাহেব, গৃহগ্রাম
- বিশিষ্ট রাজনীতিবিদ মীর তৈয়ব হোসেন
- বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানূরাগী মরহুম এম এ গফুর
- মরহুম অধ্যাপক মোঃ শরীফ হোসাইন, আলোকদিয়া
- বিশিষ্ট শিল্পপতি মীর আকতার হোসেন
- বিশিষ্ট শিল্পপতি মীর নাসির হোসেন
- বিশিষ্ট রাজনীতিবীদ সৈযদ শরিফুল ইসলাম
- বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. সাইয়েদ আলী
- বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংক কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, পাইকেল
দর্শনীয় স্থান
[সম্পাদনা]# কবি সৈয়দ আলী আহসানের বাড়ি
- তৈয়ব চেয়ারম্যানের কাচারি বাড়ি ও শতবর্ষী বটগাছ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এক নজরে বগিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৪ আগস্ট ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]বগিয়া ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে