বিষয়বস্তুতে চলুন

আঠারখাদা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঠারখাদা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামাগুরা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৮২৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আঠারখাদা ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

আঠারখাদা ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- নতুন বাজার আঞ্চলিক সড়কের ১০ কিলোমিটার উত্তর দিকে ২নং আঠারখাদা ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ৩৫ বর্গ কিলোমিটার[]

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০০৬ সাল।

প্রশাসনিক বিন্যাস

[সম্পাদনা]

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২৬,৮২৭ জন। আঠারখাদা ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৭টি এবং মোট গ্রাম সংখ্যা ২৯টি। গ্রামের নাম সমূহঃ-

  1. অক্কুরপাড়া
  2. পশ্চিম বাড়িয়াল
  3. নলদাহ
  4. পূর্ব বাড়িয়াল
  5. আড়াইশত
  6. চন্দনপ্রতাপ
  7. মালন্দ
  8. গাংনালিয়া
  9. গোপীনাথপুর
  10. গোবিন্দপৃর
  11. চাঁনপুর
  12. আড়কান্দী
  13. কৃষ্ণবিলা
  14. নালিয়ারডাঙ্গী
  15. বাঁশকোঠা
  16. কাটাখালী
  17. কালীনগর
  18. মৃগীডাঙ্গা
  19. বাগডাঙ্গা
  20. শ্যামনগর
  21. গোলকনগর
  22. চরপাড়া
  23. ধনখালী
  24. টেংঙ্গাখালী
  25. বিজয়নগর
  26. জাকরারট্যাক
  27. মাধবপুর
  28. আঠারখাদা
  29. আলীখানী

শিক্ষা

[সম্পাদনা]

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার – ৫৫%

  1. কলেজ- ১ টি
  2. সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৭টি
  3. বেসরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৪টি
  4. উচ্চ বিদ্যালয়ঃ ৫টি
  5. গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি

যোগাযোগ

[সম্পাদনা]

মাগুরা- শহরের নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে বাস অথবা অটো রিক্সায় কামারবাড়ি স্টান্ডে নামতে হবে। আঠারখাদা ইউনিয়ন মাগুরা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কামারবাড়ি বাজার নামক স্থানে ইউনিয়ন কমপ্লেক্স ভবন টি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে আঠারখাদা যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, সিএসজি, মটর চালিত ভ্যান ইত্যাদি।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  1. থিম পার্ক
  2. সিদ্ধেশ্বরী মঠ

আরও দেখুন

[সম্পাদনা]
  1. মাগুরা সদর উপজেলা
  2. মাগুরা জেলা
  3. খুলনা বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে আঠারখাদা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৪ আগস্ট ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আঠারখাদা ইউনিয়ন