ফিল্মফেয়ার পুরস্কার বাংলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিল্মফেয়ার পুরস্কার বাংলা
বর্তমান: ৭ম ফিল্মফেয়ার পুরস্কার বাংলা
প্রদানের কারণচলচ্চিত্রে সেরা
দেশভারত
পুরস্কারদাতাফিল্মফেয়ার
প্রথম পুরস্কৃত২০১৪
ওয়েবসাইটফিল্মফেয়ার পুরস্কার বাংলা
টেলিভিশন/রেডিও কভারেজ
নেটওয়ার্ককালার্স বাংলা (২০১৪–২০২১)
জি বাংলা (২০২২-বর্তমান)

ফিল্মফেয়ার পুরস্কার বাংলা হল বাংলার শৈল্পিক ও চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত বার্ষিক ফিল্মফেয়ার পুরস্কারের বাংলা বিভাগ। ২০১৪ সালের ২৯শে মার্চ ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব হিসাবে বাংলা, অসমীয়া এবং ওড়িয়া চলচ্চিত্রের জন্য পুরস্কারের প্রথম কিস্তি একত্রে অনুষ্ঠিত হয়েছিল।[১]

৩টি চলচ্চিত্র শিল্পের মধ্যে অসম প্রতিনিধিত্ব ও গুরুত্বের কারণে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুই বছর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এটি আবার ফিল্মফেয়ার পুরস্কার বাংলা হিসাবে ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল এবং এটি কেবল বাংলা চলচ্চিত্র শিল্পকে দেওয়া হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০১৪ সালের ৮ই মার্চ, কলকাতায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া গ্রুপ ঘোষণা করে যে এই অঞ্চলের সেরা সিনেমাটিক শৈল্পিক প্রতিভাদের সম্মান জানাতে পূর্ব ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড "ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট" নামে আত্মপ্রকাশ করছে। উদ্বোধনী কিস্তিতে, ঘোষণা করা হয়েছিল যে ২৯ শে মার্চ ২০১৪ সালে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২৯ টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বাংলা ছবির জন্য ২১টি এবং ওড়িয়া ও অসমীয়া ছবির জন্য চারটি করে ট্রফি দেওয়া হবে। ওড়িয়া এবং অসমীয়া উভয় চলচ্চিত্রের জন্য চারটি বিভাগ ছিল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী। বাংলা চলচ্চিত্রের ১০২টি এন্ট্রি থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়েছিল, ওড়িয়া এবং অসমীয়া চলচ্চিত্র থেকে যথাক্রমে ৩৬ এবং ১৪ টি এন্ট্রি থেকে।[৩][৪][৫] ২০১৫ ও ২০১৬ সালে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। ২০১৭ সাল থেকে এই পুরস্কারটি শুধুমাত্র বাংলা চলচ্চিত্র শিল্পকে দেওয়া হয় এবং ২০২০ সাল থেকে এই পুরস্কারটির নাম পরিবর্তন করে "ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা" রাখা হয়।[৬]

জনপ্রিয় পুরস্কার[সম্পাদনা]

সমালোচকদের পুরস্কার[সম্পাদনা]

  • সেরা চলচ্চিত্র (সমালোচকদের মতে)
  • সেরা অভিনেতা (সমালোচকদের মতে)
  • সেরা অভিনেত্রী (সমালোচকদের মতে)

কারিগরি পুরস্কার[সম্পাদনা]

  • সেরা গল্প
  • সেরা চিত্রনাট্য
  • সেরা সংলাপ
  • সেরা শিল্প নির্দেশনা
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
  • সেরা সিনেমাটোগ্রাফি
  • সেরা সম্পাদনা
  • সেরা সাউন্ড ডিজাইন
  • সেরা কস্টিউম ডিজাইন

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

বর্তমান বিশেষ পুরস্কার[সম্পাদনা]

  • লাইফটাইম অ্যাচিভমেন্ট

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "First Filmfare Awards for east India"Zee News। Kolkata। ৮ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০০৭ 
  2. "WINNERS OF THE FILMFARE AWARDS EAST 2017" 
  3. "Filmfare to toast east's revival"The Times of India। Kolkata। TNN। ৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪ 
  4. "Filmfare steps into eastern turf"The Indian Express। Kolkata। Press Trust of India। ৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪ 
  5. "Prosenjit announces East Filmfare Awards"। Filmfare। ৮ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪ 
  6. "WINNERS OF THE JOY FILMFARE AWARDS BANGLA 2020" 

বহিঃসংযোগ[সম্পাদনা]