ফিল্ড-ইফেক্ট ট্রানজিস্টর
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (field-effect transistor - FET) বা ক্ষেত্র-প্রভাব ট্রানজিস্টার, অর্ধপরিবাহী পদার্থের দ্বারা গঠিত এক বিশেষ ধরনের ট্রানজিস্টর যার আভ্যন্তরীণ বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রিত হয় উদ্ভুত তড়িৎ ক্ষেত্রের প্রভাবের মাধ্যমে। ফেট (জে-ফেট অথবা মসফেট) এর তিনটি টার্মিনাল বা প্রান্ত বর্তমান যাদের সোর্স, গেট এবং ড্রেন নামে চিহ্নিত করা হয়।ফেট মাঝে মাঝে একটি বিভব নিয়ন্ত্রিত রোধক হিসেবেও ব্যবহৃত হয়। এ ধরনের ট্রানজিস্টরের গঠনের ধারণা আসান আগে বাইপোলার জাংশন ট্রানজিস্টর (bipolar junction transistor - BJT) ব্যবহৃত হতো। বর্তমানে বিজেটি'র পরিবর্তে সকল স্থানেই ফেট ব্যবহৃত হয়, কারণ ফেট অনেকটাই সরল।
ফেট-এর ধরন[সম্পাদনা]
ফেট মূলত তিন ধরনের হয়ে থাকে:
- জেফেট - Junction Field-Effect Transistor, JFET
- মসফেট - Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor, MOSFET
- মেসফেট - Metal-Semiconductor Field-Effect Transistor, MESFET
তবে ফেটের আরো কিছু ধরন রয়েছে। এই ধরনগুলো ছাড়াও উপরিউক্ত তিন ধরনেরই আরো রকমভেদ রয়েছে যেগুলো বিভিন্ন ক্ষেত্র বিভিন্নভাবে ব্যবহার করা হয়।
- এইচফেট - Heterostructure Field-Effect Transistor, HFET
- মডফেট - Modulation-Doped Field Effect Transistor, MODFET
- ফ্রেডফেট - Fast-Reverse Epitaxial Diode Field-Effect Transistor, FREDFET