ফিন কোনচি
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফিন এনগাহিনা রোয়া কোনচি[১] | ||
জন্ম | ১০ আগস্ট ২০০৩ | ||
জন্ম স্থান | হ্যামিল্টন, নিউজিল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওয়েলিংটন ফিনিক্স | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফিন এনগাহিনা রোয়া কোনচি (ইংরেজি: Fin Conchie; জন্ম: ১০ আগস্ট ২০০৩; ফিন কোনচি নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নিউজিল্যান্ডীয় ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এবং নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, কোনচি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নিউজিল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফিন এনগাহিনা রোয়া কোনচি ২০০৩ সালের ১০ই আগস্ট তারিখে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]কোনচি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি কুক দ্বীপপুঞ্জ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] কোনচি ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত নিউজিল্যান্ড অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
২০২৪ সালের ১৮ই জুন তারিখে, ২০ বছর, ১০ মাস ও ৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোনচি সলোমন দ্বীপপুঞ্জের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৪ ওএফসি নেশন্স কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৮২তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ক্যামেরন হোউইসনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি নিউজিল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের বছরে কোনচি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নিউজিল্যান্ড | ২০২৪ | ১ | ০ |
সর্বমোট | ১ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃষ্ঠা ১১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3910082
- ↑ "New Zealand" [নিউজিল্যান্ড]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Men's Football Team Announced for Paris 2024" [প্যারিস ২০২৪-এর জন্য পুরুষদের ফুটবল দল ঘোষণা করা হয়েছে]। nzfootball.co.nz (ইংরেজি ভাষায়)। নিউজিল্যান্ড ফুটবল। ৯ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
- ↑ https://int.soccerway.com/matches/2024/06/18/oceania/ofc-nations-cup/new-zealand/solomon-islands/4316349/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4352916
- ↑ https://www.national-football-teams.com/matches/report/39198/New_Zealand_Solomon_Islands.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারওয়েতে ফিন কোনচি (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ট্রান্সফারমার্কেটে ফিন কোনচি (ইংরেজি)
- {{ওয়ার্ল্ডফুটবল.নেট}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ফিন কোনচি (ইংরেজি)
- ফিফা খেলোয়াড় টেমপ্লেট আইডি অনুপস্থিত
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ওয়ার্ল্ডফুটবল.নেট টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ইএসপিএন এফসি টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নিউজিল্যান্ডীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার