নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০
দলের লোগো
ডাকনামঅল ওয়াইটস
অ্যাসোসিয়েশননিউজিল্যান্ড ফুটবল
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
প্রধান কোচড্যারেন বেজলি
অধিনায়কজো জেন রবার্ট বেল
মাঠবিভিন্ন
ফিফা কোডNZL
ওয়েবসাইটwww.nzfootball.co.nz
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 নিউজিল্যান্ড ৪–২ নতুন ক্যালিডোনিয়া 
(পাপেতে, তাহিতি; ৮ ডিসেম্বর ১৯৭৪)
ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ২১ (১৯৭৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮০, ১৯৯২, ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮)
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (২০০৭-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০১৫, ২০১৭, ২০১৯)

নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি: New Zealand national under-20 football team; যা নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম নিউজিল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ফুটবল দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৪ সালের ৮ই ডিসেম্বর তারিখে, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাহিতির পাপেতেতে অনুষ্ঠিত নতুন ক্যালিডোনিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ৪–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ হচ্ছে ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে তাহিতি অনূর্ধ্ব-২০ দলকে ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

অল ওয়াইটস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় ড্যারেন বেজলি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভাইকিংয়ের মধ্যমাঠের খেলোয়াড় জো জেন রবার্ট বেল[২][৩]

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৬ বার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ১৬ দলের পর্বে অংশগ্রহণ করা, যেখানে তারা কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের সাথে ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–৫ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।। অন্যদিকে, ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও অন্যতম সফল দল, যেখানে তারা ৭টি (১৯৮০, ১৯৯২, ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮) শিরোপা জয়লাভ করেছে।

ইয়ান ক্যাম্পেল হগ, জো জেন রবার্ট বেল, মোসেস ডায়ার, মায়ার বেভান এবং ক্রিস্টোফার পল জেমসের মতো খেলোয়াড়গণ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
তিউনিসিয়া ১৯৭৭ উত্তীর্ণ হয়নি
জাপান ১৯৭৯
অস্ট্রেলিয়া ১৯৮১
মেক্সিকো ১৯৮৩
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৫
চিলি ১৯৮৭
সৌদি আরব ১৯৮৯
পর্তুগাল ১৯৯১
অস্ট্রেলিয়া ১৯৯৩
কাতার ১৯৯৫
মালয়েশিয়া ১৯৯৭
নাইজেরিয়া ১৯৯৯
আর্জেন্টিনা ২০০১
সংযুক্ত আরব আমিরাত ২০০৩
নেদারল্যান্ডস ২০০৫
কানাডা ২০০৭ গ্রুপ পর্ব ২২তম
মিশর ২০০৯ উত্তীর্ণ হয়নি
কলম্বিয়া ২০১১ গ্রুপ পর্ব ১৭তম
তুরস্ক ২০১৩ গ্রুপ পর্ব ২৩তম
নিউজিল্যান্ড ২০১৫ ১৬ দলের পর্ব ১৪তম
দক্ষিণ কোরিয়া ২০১৭ ১৬ দলের পর্ব ১৬তম
পোল্যান্ড ২০১৯ ১৬ দলের পর্ব ১১তম
ইন্দোনেশিয়া ২০২১ কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[৪]
ইন্দোনেশিয়া ২০২৩ অনির্ধারিত
মোট ১৬ দলের পর্ব ০/২২ ২১ ১২ ২১ ৩৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New Zealand U20" [নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  2. "New Zealand Under 20: Squad" [নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০: দল]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  3. "New Zealand U20 - Club profile" [নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ – ক্লাবের তথ্য]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  4. "Update on FIFA Women's World Cup™ and men's youth competitions" [ফিফা নারী বিশ্বকাপ এবং পুরুষদের যুব প্রতিযোগিতার হালনাগাদকৃত তথ্য]। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]