ফারুক রশিদ চৌধুরী
ফারুক রশিদ চৌধুরী | |
---|---|
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৭ – ১৯৮৮ | |
পূর্বসূরী | হুমায়ূন রশীদ চৌধুরী |
উত্তরসূরী | নিজে |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯১ | |
পূর্বসূরী | নিজে |
উত্তরসূরী | আব্দুস সামাদ আজাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিলেট, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি (এরশাদ) |
পিতামাতা | আব্দুর রশিদ চৌধুরী (পিতা) সিরাজুন্নেসা চৌধুরী (মাতা) |
পেশা | রাজনীতিবিদ |
ফারুক রশিদ চৌধুরী বাংলাদেশের একজন জাতীয় পার্টির রাজনিতিবিদ। সাবেক অর্থ প্রতিমন্ত্রী। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে ১৯৮৭ সালের উপনির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে প্রথম সদস্য সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সংসদ দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]
জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]
ফারুক রশিদ চৌধুরী বাংলাদেশের সিলেট শহরের দরগা গেইটটের রশিদ মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলায়। ফারুক রশীদ চৌধুরীর পিতা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধান সভার সদস্য এবং মাতা সিরাজুন নেছা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। তিনি হুমায়ূন রশীদ চৌধুরীর ছোট ভাই।
রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]
ফারুক রশিদ চৌধুরী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক নেতা ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে ১৯৮৭ সালের উপনির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে প্রথম সদস্য সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সংসদ দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩][৪] পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "আ'লীগে মান্নান এগিয়ে জোটের দুশ্চিন্তায় বিএনপি"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।
- ↑ ক খ "ভোটের ক্ষেত্রে বিশাল ফ্যাক্টর প্রবাসীরা"। www.bhorerkagoj.com। ২০১৯-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- ↑ "সুনামগঞ্জ-৩"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]