প্রথম মুহাম্মদ (কর্ডোবা)
মুহাম্মদ ইবনে আবদুর রহমান আল ওয়াসত محمد بن عبد الرحمن الأوسط | |
---|---|
কর্ডোবা আমিরাতের ৫ম আমির | |
রাজত্ব | ৮৫২ থেকে ৮৮৬ |
পূর্বসূরি | দ্বিতীয় আবদুর রহমান |
উত্তরসূরি | আল মুনজির |
জন্ম | ৮২৩ কর্ডোবা |
মৃত্যু | ৮৮৬ | (বয়স ৬২–৬৩)
প্রথম মুহাম্মদ (আরবি: محمد بن عبد الرحمن الأوسط) (৮২৩–৮৮৬) ছিলেন কর্ডোবা আমির। ৮৫২ থেকে ৮৮৬ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
জীবনী
[সম্পাদনা]মুহাম্মদ কর্ডোবায় জন্মগ্রহণ করেন। তার শাসনামলে মুলাদি (ইবেরিয়ান জাতিগোষ্ঠির মুসলিম) ও মুজারাবদের (মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের খ্রিষ্টান বাসিন্দা) কর্তৃক কিছু বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংঘটিত হয়।
বনু কাসি মুলাদি পরিবারের মুসা ইবনে মুসা নাভার রাজ্যের আরিস্টা পরিবারের সাথে মিত্রতা করে বিদ্রোহ করেন ও নিজেকে স্পেনের তৃতীয় রাজা দাবি করে (মুহাম্মদ ও প্রথম অরডন্ডোর পর)। বিদ্রোহ উমাইয়া কর্মকর্তা ইবনে মারওয়ান মেরিডা ফিরে আসেন এবং আমিরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। আমির তাকে দমনে অসমর্থ হন এবং ৮৭৫ সালে স্বাধীন শহর গড়ে তুলতে অনুমতি দেন। পরবর্তীতে প্রথম অরডন্ডোর সমর্থনে টলেডো বিদ্রোহ করে কিন্তু গুয়াজালেটের যুদ্ধে পরাজিত হয়।
৮৮০ সালে ভিসিগথ বংশোদ্ভূত বলে ধারণা করা উমর ইবনে হাফসুন বিদ্রোহ করেন। ৯২৮ সালে তৃতীয় আবদুর রহমানের সময় তা চুড়ান্তভাবে দমন করা হয়।
প্রথম মুহাম্মদ ৮৮৬ সালে মৃত্যুবরণ করেন। তার পুত্র আল মুনজির তার উত্তরাধিকারী হন।
সূত্র
[সম্পাদনা]- Altamira, Rafael (১৯৯৯)। "Il califfato occidentale"। Storia del mondo medievale। II। পৃষ্ঠা 477–515।
প্রথম মুহাম্মদ (কর্ডোবা) বনু কুরাইশ এর ক্যাডেট শাখা
| ||
পূর্বসূরী দ্বিতীয় আবদুর রহমান |
কর্ডোবার আমির ৮৫২–৮৮৬ |
উত্তরসূরী আল মুনজির |
এই আল আন্দালুসের একজন শাসক বিষয়ক এই জীবনীটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |