প্রকৌশলী দিবস
প্রকৌশলী দিবস বিভিন্ন দেশে পালন করা হয়।
প্রকৌশলী দিবস (আর্জেন্টিনা)[সম্পাদনা]
আর্জেন্টিনায় প্রকৌশল দিবস পালন করা হয় ১৬ জুন। লক্ষণীয় "আর্জেন্টিনার প্রকৌশল দিবস" কিন্তু ৮জুন,লুইস অগাস্ট হার্গো নামে এক ব্যক্তি ১৮৭০ সালে আর্জেন্টিনার প্রথম প্রকৌশলী হবার জন্য দিবসটি পালন করা হয়
প্রকৌশলী দিবস (কলম্বিয়া)[সম্পাদনা]
কলম্বিয়ায় প্রকৌশল দিবস পালন করা হয় ৯ আগস্ট।
প্রকৌশলী দিবস (ভারত)[সম্পাদনা]
ভারতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৫ সেপ্টেম্বর।
প্রকৌশলী দিবস (ইরান)[সম্পাদনা]
ইরানে প্রকৌশল দিবস পালন করা হয় ২৪ ফেব্রুয়ারি।
প্রকৌশলী দিবস (মেক্সিকো)[সম্পাদনা]
মেক্সিকোতে প্রকৌশল দিবস পালন করা হয় ১ জুলাই। [১]
প্রকৌশল দিবস (ভেনিজুয়েলা)[সম্পাদনা]
ভেনিজুয়েলাতে প্রকৌশল দিবস পালন করা হয় ২৮ অক্টোবর।
প্রকৌশলী দিবস (পানামা)[সম্পাদনা]
পানামাতে প্রকৌশল দিবস পালন করা হয় ২৬ জানুয়ারী।
প্রকৌশলী দিবস (ইতালি)[সম্পাদনা]
ইতালীতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৫ জুন।
প্রকৌশল দিবস (তাইওয়ান)[সম্পাদনা]
তাইওয়ানে প্রকৌশল দিবস পালন করা হয় ৬ জুন।[২]
প্রকৌশল দিবস (যুক্তরাষ্ট্র)[সম্পাদনা]
যুক্তরাষ্ট্রে প্রকৌশল দিবস পালন করা হয় ৪ জুন।
প্রকৌশলী দিবস (পেরু)[সম্পাদনা]
পেরুতে প্রকৌশল দিবস পালন করা হয় ৮ জুন।
প্রকৌশলী দিবস (চিলি)[সম্পাদনা]
চিলিতে প্রকৌশল দিবস পালন করা হয় ১৪ মে।[৩]
প্রকৌশলী দিবস (নেপাল)[সম্পাদনা]
নেপালে প্রকৌশল দিবস পালন করা হয় ১৮/১৯ জুলাই(৩ শ্রাবণ)।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ http://www.ingenieros.cl/index.php?option=com_content&task=view&id=345&Itemid=251