পূর্ব সিংভূম জেলা
পূর্ব সিংভূম জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে পূর্ব সিংভূমের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | কোলহান বিভাগ |
সদরদপ্তর | জামশেদপুর |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | জামশেদপুর |
• বিধানসভা আসন | ৬ |
আয়তন | |
• মোট | ৩,৫৬২ বর্গকিমি (১,৩৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৯৩,৯১৯ |
• জনঘনত্ব | ৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৫.৪৯ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৪৯ |
প্রধান মহাসড়ক | জা.স.৩৩ ও জা.স.৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পূর্ব সিংভূম জেলা হলো ভারত-এর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ২৪ টি জেলার একটি ৷ ১৬ জানুয়ারি ১৯৯০ খ্রীষ্টাব্দে (২রা মাঘ ১৩৯৬ বঙ্গাব্দ)পূর্বতন সিংভূম জেলাটি ভেঙে এই জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের কোলহান বিভাগের অন্তর্গত।
ভূগোল
[সম্পাদনা]পূর্ব সিংভূম জেলার পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা , উত্তরে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা , দক্ষিণে ওড়িশা রাাজ্যের ময়ূরভঞ্জ জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম ও সরাইকেলা খরসওয়াঁ জেলা অবস্থিত৷
অর্থনীতি
[সম্পাদনা]ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলাটি খনিজ উত্তোলন ও অন্যান্য বিভিন্ন বড়শিল্পজাত উৎপাদনের ক্ষেত্রে অগ্রগণ্য ৷ টাটানগর-জাামশেদপুর হলো জেলাটির সদর ও ভারতের অন্যতম উন্নতিশীল শিল্পনগরী ৷ পাঁচ দশক পুরানো তামা আকরিক পরিশোধনাগার হিন্দুস্থান কপার লিমিটেডটি জেলাটির অপর গুরুত্বপূর্ণ শহর ঘাটশিলার মৌভান্ডারে অবস্থিত ৷ সুবর্ণরেখার দক্ষিণ-পশ্চিমে তামা ও ইউরেনিয়ামের খনিটি অবস্থিত ৷ উল্লেখযোগ্য তামা উত্তোলনকেন্দ্রগুলি হল বনলোপা , বদিয়া , পাথরগোড়া , ধোবনি , কেন্দাডি এবং রাখা ৷ মুসাবনির সুরদাতে আবিষ্কৃৃৃত খনিটি পরীক্ষাধীন যা একটি অস্ট্রেলীয় খনন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত ৷ ইউরেনায়াম কর্পোরেসন অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রাপ্ত ইউরেনিয়াম খনিগুলি নারোয়াপাহাড় , ভাতিন , তুরামডি , বাগজান্তাতে অবস্থিত ৷ জেলাটির দক্ষিণ-পূর্বে অবস্থিত চাকুলিয়া চালকল , তেলঘানি , সাবান কারখানা ও বাঁল চাষের জন্য বিখ্যাত ৷ ৬ নং জাতীয় সড়কের ওপর বাহারাগোড়া একটি অন্যতম সংযোগকেন্দ্র ৷
পরিবহন
[সম্পাদনা]প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]জেলাটি ১১ টি মন্ডল নিয়ে গঠিত যাা নিম্নরূপ -
১) গোলমুরি ও যুগশলাই ২) পোটকা ৩) পতমদা ৪) বোরাম ৫) ঘাটশিলা ৬) মুসাবনি ৭) দুমারিয়া ৮) গুড়িবান্দা ৯) ধলভূমগড় ১০) বাহারাগোরা ১১) চাকুলিয়া
সংস্কৃতি
[সম্পাদনা]পূর্ব সিংভূম জেলাটি একাধিক সংস্কৃতিসম্পন্ন জাতিগোষ্ঠীর বাসস্থল যথা সাঁওতালি, বাংলা, ওড়িয়া, হিন্দী ছাড়াও হো, মুন্ডা, উর্দুভাষী লোকের বসবাস লক্ষণীয় ৷ প্রধান উৎসবগুলি হলো - দুর্গাপূজা, কালীপূজা, সোহরাই , মকর সংক্রান্তি, টুসু উৎসব ইত্যাদি ৷
দর্শনীয় স্থান
[সম্পাদনা]অন্যতম দর্শনীয় স্থানটি হলো চিত্রেশ্বর মন্দির যা বাহারাগোরা থেকে ১২ কিমি দূরে অবস্থিত ৷ ঘাটশিলা শহরটি মনোরম দৃশ্য ও আবহাওয়ার জন্য বিখ্যাত ৷ ঘাটশিলাতে অবস্থিত বাঙালী ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বাসস্থান ৷ উপজাতিগোষ্ঠী ও অন্যান্যদের দ্বারা বহুল পূজিতা দেবী রঙ্কিনী কালী মন্দিরটি ঘাটশিলার নিকট জাদুগোড়াতে অবস্থিত ৷
ধর্ম
[সম্পাদনা]ভাষা
[সম্পাদনা]পূর্ব সিংভূম জেলাতে প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র নিম্নরূপ