বিষয়বস্তুতে চলুন

নেপাল সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপাল সরকার
नेपाल सरकार
নেপালের প্রতীক

নেপালের পতাকা
সরকার রূপরেখা
যার এখতিয়ারভুক্তযুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল
সদর দপ্তরসিংহ দরবার, কাঠমান্ডু
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সরকার নির্বাহী
ওয়েবসাইটnepal.gov.np

নেপাল সরকার (নেপালি: नेपाल सरकार) নেপালের যুক্তরাষ্ট্রীয় কার্যনির্বাহী কর্তৃপক্ষ। ২০০৬ সালে নেপাল রাজতন্ত্রের বিলুপ্ত হওয়ার আগে, এটি আনুষ্ঠানিকভাবে মহামহিম সরকার নামে পরিচিত ছিল।

রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হলেন কার্যনির্বাহী প্রধান। রাষ্ট্রপতির ভূমিকা মূলত আনুষ্ঠানিক, কারণ সরকারের কার্যক্রম সম্পূর্ণরূপে পরিচালনা করেন প্রধানমন্ত্রী, যিনি সংসদের দ্বারা নিযুক্ত হন। সংবিধানিক সংস্থাগুলির প্রধানরা রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান পরিষদের সুপারিশে নিযুক্ত হন, তবে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সুপারিশে নিযুক্ত হন।

ইতিহাস

[সম্পাদনা]

পুরানো ভরদারি সরকার

[সম্পাদনা]

নেপালের রাজতন্ত্রের সরকারের ব্যবস্থা পূর্ববর্তী গোরখা পার্বত্য রাজ্যের পরামর্শমূলক রাষ্ট্র ক্ষমতা থেকে উদ্ভূত হয়েছিল, যা ভরদার নামে পরিচিত ছিল। [টীকা ১] [] এই ভরদাররা উচ্চ বর্ণের বা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবার থেকে আগত ছিলেন না। উদাহরণস্বরূপ, প্রাচীন গোরখা পার্বত্য রাজ্যের ঠার ঘান অভিজাত গোষ্ঠী। ভরদাররা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলির জন্য উপদেষ্টা, মন্ত্রী এবং কূটনীতিক হিসেবে একটি পরামর্শমূলক সংস্থা গঠন করেছিলেন। [] রাজদরবারের রাজনীতি বড় বড় গোষ্ঠীগত বিরোধ, ধারাবাহিক ষড়যন্ত্র এবং প্রতিদ্বন্দ্বী ভরদার পরিবারগুলিকে আইনি বহিষ্কারের পরিবর্তে হত্যা করে বিতাড়নের মাধ্যমে চালিত হওয়ায় কখনোই একক সফল জোট সরকার গঠিত হয়নি। আরেকটি কারণ ছিল ১৭৭৭ থেকে ১৮৪৭ সালের মধ্যে রাজা অপ্রাপ্তবয়স্ক হওয়া, যা নৈরাজ্য শাসন প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল। [] এই সময়ে, সরকার বলা হয় যে রিজেন্ট, মুক্তিয়ার এবং দৃঢ় মৌলিক সমর্থনযুক্ত রাজনৈতিক গোষ্ঠীর জোটের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। [] ১৮ শতকের শেষের দিকে, কেন্দ্রীয় রাজনীতিতে নিয়মিতভাবে দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক গোষ্ঠী: থাপা ও পাণ্ডে প্রভাব বিস্তার করেছিল। []ঐতিহাসিক এবং সমকালীন লেখক ফ্রান্সিস হ্যামিল্টনের মতে, নেপালের সরকার[টীকা ২] গঠিত হয়েছিল:

রেগমি রাজ্যগুলির জন্য, নেপাল সরকার গঠিত

  • 4 চৈতারিয়া
  • 4 কাজী
  • 4 সিরদার/সর্দার[] পরবর্তীতে, ১৭৯৯ সালে রাজা রাণা বাহাদুর শাহ তার নাবালক পুত্রকে সিংহাসন ত্যাগ করার পর সংখ্যাটি ভিন্ন হয়। [] রাণা বাহাদুর শাহের তাম্রফলকে উল্লিখিত মতে, ভরদারদের সংখ্যা ছিল ৯৫ জন। []

১৭৯৪ সালে, রাণা বাহাদুর শাহ প্রাপ্তবয়স্ক হলে তাঁর প্রথম কাজ ছিল সরকার পুনর্গঠন করা, যাতে তাঁর কাকা, নেপালের যুবরাজ বাহাদুর শাহ, কোনো আনুষ্ঠানিক ভূমিকা না পান। [] [] রাণা বাহাদুর চারজন নতুন কাজির মধ্যে কীর্তিমান সিংহ বস্ন্যাতকে (মূল) কাজি হিসেবে নিয়োগ করেন, যদিও দমোদর পান্ডে ছিলেন সবচেয়ে প্রভাবশালী কাজি। [] কীর্তিমান প্রধান কাজী হিসাবে অভিমান সিংহ বস্ন্যাত উত্তরাধিকারী হন [] যখন যুবরাজ বাহাদুর শাহের স্থলাভিষিক্ত হন যুবরাজ রানোদ্যোত শাহ, যিনি রাজা রাণা বাহাদুর শাহের একজন ছেত্রী রানি সুবর্ণপ্রভা দেবীর পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। [] কাজিরা ১৭৯৪ সালে মুখ্য চৌতরিয়া যুবরাজ বাহাদুর শাহের পতনের পর রাষ্ট্রের প্রশাসনিক এবং কার্যনির্বাহী ক্ষমতা ধারণ করেছিলেন [] এবং তার ভাই বখতাওয়ার সিং বস্ন্যাতকে তখন প্রধান ( মুল ) কাজীর পদ দেওয়া হয়। [] পরে রানী রাজরাজেশ্বরী দমোদর পান্ডেকে মুখ্য কাজি হিসেবে নিয়োগ করেন। [] ১৮০৪ সালে নির্বাসিত ও সিংহাসনত্যাগী রাজা রাণা বাহাদুর শাহ তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি নেওয়ার সময়, তিনি তৎকালীন মুখ্য কাজি দমোদর পান্ডে সহ অনেক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেন এবং বিদ্যমান সরকারকে বরখাস্ত করেন। তিনি মুখতিয়ার (প্রধান কর্তৃপক্ষ) পদ গ্রহণ করে নেপালের প্রশাসন দখল করেন। [] [১০] [১১] অনুগ্রহকারী কর্মকর্তাদের নিয়ে একটি নতুন সরকার গঠন করা হয়েছিল। ভীমসেন থাপাকে দ্বিতীয় কাজী করা হয়; রণজিৎ পান্ডে, যিনি ভীমসেন এর ভাইয়ের শ্বশুর ছিলেন, তাকে মুল (প্রধান) কাজী করা হয়েছিল; রানা বাহাদুরের সৎ ভাই শের বাহাদুর শাহকে মুল (প্রধান) চৌতারিয়া করা হয়; যখন রংনাথ পাউডেলকে রাজ গুরু (রাজকীয় আধ্যাত্মিক গুরু) করা হয়েছিল। [১২] [১৩] পরবর্তীতে ১৮০৬ সালের এপ্রিল মাসে ত্রিভুবন খাওয়ার বাড়িতে একটি বৈঠকের সময় প্রধান চৈতরিয়া শের বাহাদুর শাহ এবং মুখতিয়ার রানা বাহাদুর শাহের মধ্যে ২৫ এপ্রিল ১৮০৬ সালের রাতে উত্তেজনা দেখা দেয় [১৪] [১৫] যেখানে প্রায় ১০ বিকেলে, শের বাহাদুর হতাশাগ্রস্ত হয়ে একটি তলোয়ার টেনে রানা বাহাদুর শাহকে হত্যা করেন এবং ভীমসেন-এর মিত্র বাম শাহ এবং বাল নরসিংহ কুনওয়ারকে হত্যা করেন। [১৬] [১৭] রানা বাহাদুর শাহের হত্যাকাণ্ড ভান্ডারখালে (কাঠমান্ডু দরবারের পূর্বে একটি রাজকীয় উদ্যান) এবং বিষ্ণুমতী নদীর তীরে একটি বড় গণহত্যার সূত্রপাত ঘটায় [১৮] [১৯] যার পরে কাজী ভীমসেন ৫৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেন বিশৃঙ্খলা থেকে লাভবান হওয়ার জন্য। [২০] মুক্তিয়াররা ১৮৪৩ সাল পর্যন্ত রাষ্ট্রের কার্যনির্বাহী এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন, যখন ব্রিটিশ প্রথাগত প্রধানমন্ত্রী পদের মাধ্যমে তৎকালীন মুখতিয়ার মাথবর সিংহ থাপাকে এই পদে নিযুক্ত করা হয়। [২১]

১৮৪৩ সালে ব্রিটিশ প্রচলিত প্রধানমন্ত্রী কর্তৃক তৎকালীন শাসক মুখতিয়ার মাথাবর সিং থাপাকে অর্পণ করা পর্যন্ত মুখতিয়াররা রাজ্যের নির্বাহী ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদনা করেছিলেন। [২২]

পুরানো ভরদারি শাসনব্যবস্থার আদর্শ

[সম্পাদনা]

পুরানো ভরদারি সরকারের নীতিগুলি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যেমন ধর্মশাস্ত্র এবং মনুস্মৃতি নামে প্রাচীন হিন্দু থেকে উদ্ভূত হয়েছিল। [২৩] রাজাকে বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি আইন, বিচার এবং কার্যনির্বাহী ক্ষমতার প্রধান কর্তৃপক্ষ ছিলেন। বিচারিক কার্যাবলি হিন্দু ধর্মের আচরণবিধি অনুসারে নির্ধারিত হত। [২৩] বিচার বিভাগের কার্যাবলী হিন্দু ধর্মের আচরণবিধির নীতির ভিত্তিতে নির্ধারিত হয়েছিল। [২৩] রাজার পূর্ণ অধিকার ছিল যে কোনো ব্যক্তিকে দেশ থেকে বিতাড়িত করার এবং অপরাধীদের ক্ষমা করে দেশে ফেরত পাঠাবার। [২৩] নেপালী রাজনৈতিক গোষ্ঠীগুলির প্রভাবের কারণে শাহ বংশের রাজা ছিলেন এক প্রকার পুতুল শাসক। । [২৩] এএই মৌলিক হিন্দু নীতি অনুসরণ করে প্রমাণিত হয় যে নেপাল একটি হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচালিত হত।

রাষ্ট্রপ্রধান

[সম্পাদনা]

কার্যনির্বাহী

[সম্পাদনা]

আইনসভা

[সম্পাদনা]

বিচার বিভাগ

[সম্পাদনা]

নেপালের সরকারী সংস্থা

[সম্পাদনা]

মন্ত্রণালয়সমূহ

[সম্পাদনা]

বর্তমান মন্ত্রিসভা : চতুর্থ অলি মন্ত্রিসভা
গঠনের তারিখ : ১৫ জুলাই ২০২৪

ক্রমিক নং মন্ত্রণালয় মন্ত্রী রাজনৈতিক দল দায়িত্ব গ্রহণের তারিখ দায়িত্ব ছাড়ার তারিখ ওয়েবসাইট
বাংলা নেপালি দল
প্রধানমন্ত্রী
১. প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ प्रधानमन्त्री तथा मन्त्रिपरिषद्को कार्यालय খড়্গ প্রসাদ শর্মা ওলী নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
উপপ্রধানমন্ত্রী
২. উপপ্রধানমন্ত্রী

শহর উন্নয়ন মন্ত্রণালয়
उप- प्रधान एवं सहरी विकास मन्त्रालय প্রকাশ মান সিং নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
৩. উপপ্রধানমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়
उप- प्रधान एवं अर्थ मन्त्रालय বিষ্ণু প্রসাদ পৌডেল নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
ক্যাবিনেট মন্ত্রী
৪. তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয় सञ्‍चार तथा सूचना प्रविधि मन्त्रालय পৃথ্বী সুব্বা গুরুং নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
৫. গৃহ মন্ত্রণালয় गृह मन्त्रालय রমেশ লেখক নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
৬. শ্রম, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় श्रम, रोजगार तथा सामाजिक सुरक्षा मन्त्रालय শরত সিং ভান্ডারি লোকতান্ত্রিক সমাজবাদী পার্টি ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
৭. পররাষ্ট্র মন্ত্রণালয় परराष्ट्र मन्त्रालय আরজু রাণা দেউবা নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
৮. খাদ্য সরবরাহ মন্ত্রণালয় खानेपानी मन्त्रालय প্রদীপ যাদব পিপল’স সোশ্যালিস্ট পার্টি ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
৯. ভূমি ব্যবস্থাপনা, সমবায় এবং দারিদ্র বিমোচন মন্ত্রণালয় भूमि व्यवस्था, सहकारी तथा गरिबी निवारण मन्त्रालय বলরাম অধিকারী নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১০. শিল্প, বাণিজ্য এবং সরবরাহ মন্ত্রণালয় उद्योग, वाणिज्य तथा आपूर्ति मन्त्रालय দামোদর ভান্ডারি নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে
১১. নারী, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রণালয় महिला, बालबालिका तथा ज्येष्ठ नागरिक मन्त्रालय নওয়াল কিশোর সাহ পিপল’স সোশ্যালিস্ট পার্টি ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১২. শারীরিক অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয় भौतिक पूर्वाधार तथा यातायात मन्त्रालय দেবেন্দ্র দাহাল নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১৩. যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় युवा तथा खेलकुद मन्त्रालय তেজু লাল চৌধুরী নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
১৪. স্বাস্থ্য এবং জনসংখ্যা মন্ত্রণালয় स्वास्थ्य तथा जनसङ्ख्या मन्त्रालय প্রদীপ পৌডেল নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ আগস্ট ২০২২ তারিখে
১৫. আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় कानुन, न्याय तथा संसदीय मामिला मन्त्रालय অজয় চৌরাসিয়া নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুলাই ২০২৪ তারিখে
১৬. সংস্কৃতি, পর্যটন এবং নাগরিক বিমান পরিবহন মন্ত্রণালয় संस्कृति, पर्यटन तथा नागरिक उड्डयन मन्त्रालय বদ্রি পাণ্ডে নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১৭. কৃষি এবং প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় कृषि तथा पशुपंक्षी विकास मन्त्रालय রম নাথ অধিকারী নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১৮. শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় शिक्षा, विज्ञान तथा प्रविधि मन्त्रालय বিদ্যা ভট্টরাই নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
১৯. প্রতিরক্ষা মন্ত্রণালয় रक्षा मन्त्रालय মানবীর রাই নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
২০. জ্বালানি, জল সম্পদ এবং সেচ মন্ত্রণালয় उर्जा, जलश्रोत तथा सिँचाइ मन्त्रालय দীপক খাদকা নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মে ২০২০ তারিখে
২১. ফেডারেল বিষয়ক এবং সাধারণ প্রশাসন মন্ত্রণালয় सङ्घीय मामिला तथा सामान्य प्रशासन मन्त्रालय রাজ কুমার গুপ্ত নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্কসবাদী-লেনিনবাদী) ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
২২. বন এবং পরিবেশ মন্ত্রণালয় वन तथा वातावरण मन्त्रालय আয়ন বাহাদুর শাহী ঠাকুরি নেপালি কংগ্রেস ১৫ জুলাই ২০২৪ বর্তমান অফিসিয়াল ওয়েবসাইট
উৎস:[২৬][২৭][২৮]

সাংবিধানিক সংস্থা

[সম্পাদনা]
সাংবিধানিক সংস্থা সাংবিধানিক সংস্থার প্রধান
পদ/শিরোনাম নাম
কর্তৃপক্ষের অপব্যবহারের তদন্তের জন্য কমিশন প্রধান কমিশনার প্রেম কুমার রায়
অ্যাটর্নি জেনারেল অফিস অ্যাটর্নি জেনারেল দিনমণি পোখরেল
অডিটর জেনারেল অফিস অডিটর জেনারেল টাঙ্কা মণি শর্মা (দঙ্গল)
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন দীনেশ থাপালিয়া
পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান মাধব প্রসাদ রেগমি
জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন কমলা কুমারী পরাজুলি
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান শীর্ষ বাহাদুর মাগর
জাতীয় প্রাকৃতিক সম্পদ ও আর্থিক কমিশন চেয়ারম্যান বলানন্দ পাউডেল

নিরাপত্তা সেবা

[সম্পাদনা]
নিরাপত্তা সেবা সংস্থার প্রধান
পদ/শিরোনাম বর্তমান প্রধান
নেপাল সেনাবাহিনী সেনাপ্রধান (প্রধান সেনাপতি) জেনারেল প্রভু রাম শর্মা
নেপাল পুলিশ মহাপরিদর্শক (প্রহরী মহানগরী) বসন্ত বাহাদুর কুনওয়ার
সশস্ত্র পুলিশ বাহিনী মহাপরিদর্শক (শাস্ত্র পুলিশ মহানিরি কর্তা) রাজু আরিয়াল
জাতীয় তদন্ত বিভাগ প্রধান তদন্ত পরিচালক মো হুতরাজ থাপা

আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ

[সম্পাদনা]

জাতিসংঘ, ইউএনডিপি নেপাল, সার্ক, এসক্যাপ, এফএও, আইসিএও, আইডিএ, আইএফএডি, আইএফসি, আইএমএফ, আইএমও, ইন্টারপোল, আঙ্কটাড, ইউনেস্কো, ডব্লিউএইচও, ডব্লিউটিও, বিমসটেক।

আরও দেখুন

[সম্পাদনা]
  • নেপালের স্থানীয় স্ব-শাসন
  • নেপালের স্থানের মেয়রদের তালিকা
  1. ভরদার শব্দটির অর্থ হলো 'রাষ্ট্রের ভার বহনকারী'।
  2. এখানে নেপালের সরকারকে সহজভাবে ভরদারী সভা বা ভরদারদের পরিষদ বলা যেতে পারে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pradhan 2012, পৃ. 8।
  2. Pradhan 2012, পৃ. 9।
  3. Acharya 2012, পৃ. 14।
  4. Pradhan 2012, পৃ. 12।
  5. Karmacharya 2005, পৃ. 56।
  6. Acharya 2012, পৃ. 34।
  7. Acharya 2012, পৃ. 35।
  8. Pradhan 2012, পৃ. 14।
  9. Acharya 2012, পৃ. 54।
  10. Nepal 2007, পৃ. 57।
  11. Pradhan 2012, পৃ. 15।
  12. Nepal 2007, পৃ. 58।
  13. Acharya 2012, পৃ. 55।
  14. Acharya 2012, পৃ. 64–66।
  15. Nepal 2007, পৃ. 62।
  16. Acharya 2012, পৃ. 67।
  17. Nepal 2007, পৃ. 62–63।
  18. Acharya 2012, পৃ. 68–71।
  19. Nepal 2007, পৃ. 63–64।
  20. Pradhan 2012, পৃ. 16।
  21. Acharya 2012, পৃ. 71।
  22. Kandel, Devi Prasad (২০১১)। Pre-Rana Administrative System। Siddhababa Offset Press। পৃষ্ঠা 95। 
  23. Pradhan 2012, পৃ. 7।
  24. "Ghimire elected Speaker of the House of Representatives"The Kathmandu Post (English ভাষায়)। জানুয়ারি ১৯, ২০২৩। জানু ২২, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১১ 
  25. "Timilsina officially elected as NA chairperson"The Kathmandu Post। মার্চ ১৪, ২০১৮। জুলাই ৩০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮ 
  26. "উপপ্রধানমন্ত্রীর শপথ গ্রহণ"গোরখা পত্র। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  27. "নবনিযুক্ত ১৯ মন্ত্রীর শপথ গ্রহণ"গোরখা পত্র। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  28. "প্রধানমন্ত্রী ওলির ২২ সদস্যের মন্ত্রিসভা"কাঠমান্ডু পোস্ট (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 

কাজ উদ্ধৃত

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]