বিষয়বস্তুতে চলুন

নুরুন নাহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুরুন নাহার
বাংলাদেশ ব্যাংকের গভর্নর (ভারপ্রাপ্ত)
কাজের মেয়াদ
১১ আগস্ট ২০২৪ – ১৩ আগস্ট ২০২৪
পূর্বসূরীআব্দুর রউফ তালুকদার
উত্তরসূরীআহসান এইচ মনসুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৫
বালিয়া, ধামরাই, ঢাকা।
জাতীয়তা বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
এশিয়ান ইউনিভার্সিটি

নুরুন নাহার হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত গভর্নর। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন।[][] তিনি ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ভারপ্রাপ্ত মহিলা গভর্নর।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নুরুন নাহার ১৯৬৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[] তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং ২০০১ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[] এরপর তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

নুরুন নাহার সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ১৯৮৯ সালে। তিনি নির্বাহী পরিচালক পদে ২০১৯ সালে পদোন্নতি লাভ করেন।[][]

২০২৩ সালের ২ জুলাই তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদোন্নতি লাভ করেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন।[][]

তিনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভিজিটিং লেকচারার এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির তিনি একজন ফ্যাকাল্টি মেম্বার।

১১ আগস্ট ২০২৪ তিনি বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ পান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গভর্নরের দায়িত্ব পেলেন নুরুন নাহার"অর্থসংবাদ। ১১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪ 
  2. "গভর্নরের দায়িত্ব পেলেন নুরুন নাহার"দৈনিক কালের কণ্ঠ। ১১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪ 
  3. "গভর্নরের দায়িত্ব পেলেন নুরুন নাহার"banglanews24.com। ১১ আগস্ট ২০২৪। 
  4. "Nurun Nahar to become Bangladesh Bank deputy governor"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১১ 
  5. "Nurun Nahar joins BB as DG"businesspostbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১১