আব্দুর রউফ তালুকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুর রউফ তালুকদার
১২তম গভর্নর
বাংলাদেশ ব্যাংক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ জুলাই ২০২২
পূর্বসূরীফজলে কবির
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-08-15) ১৫ আগস্ট ১৯৬৪ (বয়স ৫৯)
কাজীপুর, সিরাজগঞ্জ, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তা বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থী

আব্দুর রউফ তালুকদার (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৪) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

জন্ম ও ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আব্দুর রউফ তালুকদার ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

তার স্ত্রী সেলিনা রওশন একজন শিক্ষক। তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।[২]

শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

আব্দুর রউফ তালুকদার যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।[৩] বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও চাকরিজীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেছেন অর্থ মন্ত্রণালয়ে। সর্বশেষ এই মন্ত্রণালয় থেকেই তিনি জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেন ১২ জুলাই, ২০২২। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ৪ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।[৪] ২০২৩ সালের সেপ্টেম্বরে করা গভর্নরদের সূচকে তিনি ‘ডি গ্রেড' পেয়েছেন। একই র‍্যাঙ্কিংয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস পেয়েছেন ‘এ প্লাস’ গ্রেড এবং শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ভীরাসিংহে পেয়েছেন ‘এ মাইনাস'।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার"Bangla Tribune। ২০২২-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১ 
  2. "বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১ 
  3. "বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১ 
  4. "বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১১ 
  5. ডেস্ক, বাণিজ্য (২০২৩-০৯-২৬)। "গভর্নরদের সূচকে ডি গ্রেড পেয়েছেন আব্দুর রউফ তালুকদার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৬