নবরঙ্গপুর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবরঙ্গপুর জেলা
ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় নবরঙ্গপুরের অবস্থান
ওড়িশায় নবরঙ্গপুরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগদক্ষিণ ওড়িশা বিভাগ
সদরদপ্তরনবরঙ্গপুর
তহশিল১০
আয়তন
 • মোট৫,২৯১ বর্গকিমি (২,০৪৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,২০,৯৪৬
 • জনঘনত্ব২৩০/বর্গকিমি (৬০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৪৬.৪৩ শতাংশ
 • লিঙ্গানুপাত১০১৯
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪৯২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
নবরংপুর হ্রদ

নবরঙ্গপুর জেলা (ওড়িয়া: ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. নবরঙ্গপুর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৪ই আশ্বিন ১৩৯৯ বঙ্গাব্দে(১লা অক্টোবর ১৯৯২ খ্রিস্টাব্দে) পূর্বতন কোরাপুট জেলা থেকে নবরঙ্গপুর জেলাটি গঠিত হয়৷ জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর নবরঙ্গপুর শহরে অবস্থিত এবং নবরঙ্গপুর মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ[সম্পাদনা]

সূর্যবংশীয় রাজা রামচন্দ্র দেও নবরঙ্গপুরকে নিজের রাজত্বের রাজধানী চয়ন করেন৷ এই নামের উৎপত্তির কোনো ঐতিহাসিক প্রমাণ এখনো অবধি পাওয়া যায় না৷[১] তবে প্রখ্যাত বিশ্লেষক অরুণ কুমার উপাধ্যায়ের মতে নয়টি রঙের সমাহার নবরঙ্গপুর৷[২]

ইতিহাস[সম্পাদনা]

ভূপ্রকৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

জেলাটির উত্তরে ছত্তীসগঢ় রাজ্যের ধামতরি জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ছত্তীসগঢ় রাজ্যের গরিয়াবন্দ জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের কোরাপুট জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ছত্তীসগঢ় রাজ্যের বস্তার জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের কোন্দাগাঁও জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ছত্তীসগঢ় রাজ্যের কোন্দাগাঁও জেলা[৩]

জেলাটির আয়তন ৫২৯১ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৩.৪০%৷

ভাষা[সম্পাদনা]

নবরঙ্গপুর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী নবরঙ্গপুর জেলার ভাষাসমূহ[৪]

  ওড়িয়া (৭৯.০৯%)
  গোণ্ডি (৪.৫০%)
  বাংলা (৪.৪১%)
  কুই-খোন্ড (২.৯৭%)
  হালবি (১.৯০%)
  হিন্দী (০.৮৬%)
  তেলুগু (০.৬১%)
  অন্যান্য (১.৩৮%)

ধর্ম[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১০২৫৭৬৬(২০০১ জনগণনা) ও ১২২০৯৪৬(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১৭তম৷ ওড়িশা রাজ্যের ২.৯১% লোক ময়ুরভঞ্জ জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৯৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৩১ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৯.০৩% , যা ১৯৯১-২০১১ সালের ২১.১৫% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০১৯(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৯৮৷[৫]

নদনদী[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃতি[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৩৩.৯৩%(২০০১) তথা ৪৬.৪৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৪৭.০৪%(২০০১) তথা ৫৭.৩১%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২০.৬৭%(২০০১) তথা ৩৫.৮০% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.০৩%৷[৫]

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

সীমান্ত[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]