কোন্দাগাঁও জেলা
কোন্দাগাঁও জেলা | |
---|---|
ছত্তিশগড়ের জেলা | |
ছত্তিশগড় রাজ্যের মধ্যে কোন্দাগাঁও জেলার অবস্থান | |
স্থানাঙ্ক (কোন্দাগাঁও): ১৯°৩৫′ উত্তর ৮১°৩৯′ পূর্ব / ১৯.৫৯° উত্তর ৮১.৬৫° পূর্ব | |
Country | ভারত |
State | ছত্তিশগড় |
Division | বস্তার |
প্রতিষ্ঠিত | ২৪শে জানুয়ারী, ২০১২ |
সদর | কোন্দাগাঁও |
আয়তন | |
• মোট | ৭,৭৬৮ বর্গকিমি (২,৯৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫,৭৮,৩২৬ |
• জনঘনত্ব | ৭৪/বর্গকিমি (১৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | https://kondagaon.gov.in/ |
কোন্দাগাঁও জেলা হল ভারতের ছত্তিশগড়ের একটি প্রশাসনিক জেলা। ২০১২ সালের ২৪শে জানুয়ারী পূর্বতন বস্তার জেলার অংশ বিশেষ নিয়ে এই নতুন জেলাটি তৈরি করা হয়।[১] জেলার সদরদফতর কোন্দাগাঁও। এই জেলা উপজাতিভুক্ত মানুষজনের নিজস্ব ঐতিহ্য - কাঁসা-পিতলের শিল্পের জন্যে বিখ্যাত। এছাড়া বিভিন্ন রকমের হস্তশিল্পের জন্যে এই অঞ্চল ছত্তিশগড়ের শিল্পশহর বলে পরিচিত।
জনমিতি
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে জেলার জনসংখ্যা ৫৭৮,৩৬৬ জন। জনসংখ্যার যথাক্রমে ৪.১৫% তফশিলী জাতি এবং ৭০.১% তফশিলী উপজাতি ভুক্ত মানুষ। [২]
২০১১ সালের জনগণনার সময়ে জনসংখ্যার ৪২.৪৪% হালবি, ২৮.০৬% গোন্ডি, ২২.২১% ছত্তিশগড়ি , এবং ৩.৪০% জনগণ হিন্দি তাদের প্রথম ভাষা হিসেবে নিবন্ধন করেছিলেন
পর্যটন
[সম্পাদনা]সবুজ বনভূমি দ্বারা আচ্ছাদিত, কোন্দাগাঁও চূড়ান্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং দুর্দান্ত প্রত্নতত্ত্ব্র জন্যে বিখ্যাত। পর্যটনের উপযোগী কয়েকটি জলপ্রপাত, গুহা, উপত্যকা এবং প্রত্নতাত্ত্বিক সাইটগুলি হ'ল:
- কাতুলকাসা জলপ্রপাত, হনহেড
- বিজকুদুম জলপ্রপাত, উচ্চ-মুরভেন্ড
- উমরদহ জলপ্রপাত
- লিঙ্গ-দারহা জলপ্রপাত
- আমদারহা -২ জলপ্রপাত
- আমদারহা -২ জলপ্রপাত
- হানকি-কুডুম জলপ্রপাত
- ঘুমুর জলপ্রপাত
- কুদারওয়াহি জলপ্রপাত
- আপারবেদী জলপ্রপাত
- মিরডে জলপ্রপাত
- মুটে-খড়কা জলপ্রপাত
- চেরবেদা জলপ্রপাত
গুহা
[সম্পাদনা]- আলোর গুহা
- বিজকুদুম গুহা
- কাঠান-গুন্ডি গুহা
উপত্যকা
[সম্পাদনা]- কেশকাল উপত্যকা
প্রত্নতাত্ত্বিক সাইট
[সম্পাদনা]- গোব্রহিন
- গড়-ধনোরা
- অম্রবতী
মেগালিথিক সাইটগুলি
[সম্পাদনা]- ওমরদাহ (এখানে রক পেইন্টিংগুলি পাওয়া গেছে)
- হাটা পাথ্রা (এখানে রক পেইন্টিংগুলি পাওয়া গেছে)
- লিঙ্গ-দারহা জলপ্রপাত (এখানে রক পেইন্টিংগুলি পাওয়া গেছে)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Blocks of Kondagaon, Chhattisgarh"। National Panchayat Directory। Ministry of Panchayati Raj। ২০১৩-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "About District | District Kondagaon - Government of Chhattisgarh | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২২।