নওহা মুনীর দিহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নওহা মুনীর দিহান
জন্ম
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীস্যাম

নওহা মুনীর দিহান একজন বাংলাদেশী অভিনেত্রী। হুমায়ূন আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তাহারা এবং ধারাবাহিক নাটক নক্ষত্রের রাত দিয়ে তার টেলিভিশনে অভিষেক ঘটে। তিনি বিকল পাখির গান টিভি নাটকে অভিনয় করে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।[১] তিনি শ্রাবণ মেঘের দিন, চার সতীনের ঘর, দর্পন বিসর্জন, ভয়ংকর সুন্দর চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

দিহান ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা এইচএম মনিরুজ্জামান আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ ছিলেন।[২] তার বড় বোন তনিক মুনির মার্কিন দূতাবাসে এবং ছোট বোন তানিশা মুনির চ্যানেল আইয়ে কর্মরত আছেন।[২] দিহান ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে পড়াশোনা করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

দিহান আনন্দ মোহন কলেজে পড়াকালীন এটি সুইস সরকারের জন্য নির্মিত হুমায়ূন আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তাহারা-য় অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন।[২] হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত টেলিভিশন ধারাবাহিক দিয়ে তার টেলিভিশনে আগমন ঘটে।[২] তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন[২]

দিহান বিকল পাখির গান টিভি নাটকে অভিনয় করে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন।[৩] তিনি ২০১৫ সালে মাতিয়া বানু শুকু পরিচালিত পুথির মালা টিভি নাটকে অভিনয় করেন।[৪] এছাড়া তাকে আরটিভির হাস্যরসাত্মক ধারাবাহিক অলসপুর এবং এটিএন বাংলার প্রজ্ঞা পারমিতা ধারাবাহিক নাটকে দেখা যায়। ২০১৬ সাল থেকে রুলিন রহমানের বাড়ি নম্বর সাত রোড নম্বর তেরো ধারাবাহিক নাটকে ইন্তেখাব দিনার, আবুল হায়াতআফরোজা বানুর সাথে অভিনয় করেন।[৫][৬]

তিনি অনিমেষ আইচের ভয়ংকর সুন্দর চলচ্চিত্রে বাড়িওয়ালি ঝুমুর চরিত্রে অভিনয় করেন।[৭]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

টেলিভিশন[সম্পাদনা]

  • নক্ষত্রের রাত
  • উড়ে যায় বকপক্ষী
  • বিকল পাখির গান
  • মোহর শেখ
  • প্রজ্ঞা পারমিতা
  • অলসপুর
  • বাড়ি নাম্বার ৭ রোড নাম্বার ১৩

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Meril Prothom Alo Awards 2009"দ্য ডেইলি স্টার। ১৬ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  2. বুলবন, শেখ আরিফ (১১ ডিসেম্বর ২০১৫)। "Dihan`s new serial after long break"দ্য ডেইলি নিউ নেশন (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  3. আলম, জাহাঙ্গীর (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  4. "চঞ্চলা দিহান"দ্যরিপোর্ট২৪.কম। ২৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  5. মোমেন, একরামুল (৭ জানুয়ারি ২০১৬)। "শীত ভোরের শিশির"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  6. "Dihan starts working for new drama serial"দি ইন্ডিপেন্ডেন্ট। ১১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  7. "তৃতীয় চলচ্চিত্রে দিহান"দৈনিক জনকণ্ঠ। ১১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা টিভি অভিনেত্রী