দাপুনিয়া ইউনিয়ন, পাবনা সদর
অবয়ব
দাপুনিয়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে দাপুনিয়া ইউনিয়ন, পাবনা সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২′৩৩.৪৪৩″ উত্তর ৮৯°৯′৩৪.৩৪০″ পূর্ব / ২৪.০৪২৬২৩০৬° উত্তর ৮৯.১৫৯৫৩৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | পাবনা সদর উপজেলা ![]() |
ইউপি ভবন স্থাপন কাল | ১৫ এপ্রিল ১৯৪০ |
সরকার | |
• চেয়ারম্যান | মুহাঃ ওমর ফারুক |
আয়তন | |
• মোট | ৩৩.৪৭ বর্গকিমি (১২.৯২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,০২২ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
দাপুনিয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]- গ্রামের সংখ্যা: ৩৬টি
- মৌজার সংখ্যা: ৩৬টি
- মোট জনসংখ্যা: প্রায় ৩৬,০২২ জন (পুরুষ- ১৭,৮৪৯ জন এবং মহিলা- ১৮,১৭৩ জন)
- ভোটার সংখ্যা: ২৩,৮৭৮ জন।
শিক্ষা
[সম্পাদনা]সাক্ষরতার হার: ৭০%।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ
[সম্পাদনা]- মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা,মির্জাপুর,দাপুনিয়া,পাবনা।
- দাপুনিয়া বদরুজ্জামান এবতেদায়ী মাদরাসা,দাপুনিয়া, পাবনা।
- গাঁতী উচ্চবিদ্যালয়,গাঁতী,পাবনা সদর,পাবনা।
- জোতআদম মহাবিদ্যালয়,দাপুনিয়া,পাবনা।
- মাধপুর বালিকা উচ্চবিদ্যালয়,মাধপুর,দাপুনিয়া,পাবনা
- খোঁকড়া উচ্চবিদ্যালয়,বাঁশেরবাদা,পাবনা সদর,পাবনা।
- রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা,রাজাপুর,দাপুনিয়া,পাবনা।
- গাঁতী ইসলামিয়া দাখিল মাদরাসা,গাঁতী,পাবনা সদর,পাবনা।
- ইয়োলো বার্ড কিন্ডারগার্টেন, দাপুনিয়া, পাবনা।
- মাতৃছায়া স্কুল,দাপুনিয়া,পাবনা।
- দাপুনিয়া গোরস্থান হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, দাপুনিয়া পাবনা।
- দাপুনিয়া রউফিয়া হেকমতিয়া মহিলা হাফেজিয়া
মাদরাসা,দাপুনিয়া,পাবনা।(প্রস্তাবিত)
- ৬৩ নং সাহাদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বাবুর বাগান
- ঐতিহাসিক মাধপুর মুক্তিযোদ্ধা বটতলা।
- আব্বাস মন্ডলের মৎস্য পুকুর।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- পীর কিবলা হযরত মাওলানা রফিকুল ইসলাম স্বপন সাহেব
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দাপুনিয়া ইউনিয়ন"। dapuniaup.pabna.gov.bd। ২০২১-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।