কাশিনাথপুর ইউনিয়ন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
কাশিনাথপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কাশিনাথপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′২৩″ উত্তর ৮৯°৩৬′১০″ পূর্ব / ২৩.৯৫৬৩৯° উত্তর ৮৯.৬০২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | সাঁথিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মীর মনজুর এলাহী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
কাশিনাথপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটি ইউনিয়ন। এছাড়াও এটি একটি প্রস্তাবিত পৌরসভা।
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাষনামলে কাশীনাথপুর এলাকায় কাশীনাথ রায় নামক এক জমিদার বসবাস করতেন। পরবর্তীতে তাহার প্রত্যক্ষ তত্বাবধানে কাশীনাথপুর বাজারের গোড়াপত্তন হয়। তার দেওয়া কাশীনাথপুর বাজারের নামানুসারে কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ নাম করন করা হয়।
অবস্থান
[সম্পাদনা]কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় কাশীনাথপুর ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড ও ৩৪ বর্গ কিঃ মিঃ আয়তনের এই ইউনিয়ন অবস্থিত।কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। অত্র কাশীনাথপুর ইউনিয়নের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।
সংসদীয় আসন
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]জনসংখ্যা নারী/পুরুষঃ
নারীঃ ১৮,২৮১
পুরুষঃ ১৯,৬৭২
মোট ৩৭,৯৫৩
ঘনত্বঃ ১১১৬.২৬ জন প্রতি বর্গ কি.মি.·
খানাঃ ৮২৫৩·
ভোটার সংখ্যাঃ ২৪১০৩ জন·
নির্বাচর্নী এলাকাঃ পাবনা-১, পাবনা
আদিবাসীঃ নাই·
থানাঃ সাঁথিয়া
গ্রামঃ ৩১
মৌজাঃ ২৪
আবাদি জমি ও আবাসন·
[সম্পাদনা]হাসপাতাল/কমিউনিটি ক্লিনিকঃ এফ,ডব্লিউ,সি ০১, কমিনিটি ক্লিনিক ০৬, ডায়াবেটিক হাসপাতাল ০১ টি, বে-সরকারী ক্লিনিক ০৩ টি।
আবাদী জমি ও অনাবাদি জমিঃ আবাদী ২৮৫৩ হেক্টর ও অনাবাদী ১৪৯ হেক্টর।·
উচু ভূমিঃ ৪৬৮ হেক্টর·
মাঝারী উচুঃ ৯৯৫ হেক্টর·
মাঝারী নিচুঃ ৯৭৫ হেক্টর·
নিচু ভূমিঃ ৪০৫ হেক্টর·
স্বাস্থ্য কেন্দ্রঃ ০১·
পোষ্ট অফিসঃ ০৩·
নদ-নদীঃ ছোট নদী মরা ০১টি· খেয়াঘাট/ নৌঘাটঃ নাই·
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য "বীর বাঙালি" , শহীদ নগর
- ছাতক বরাট বাগান বাড়ী
- বরাট মোস্তাক স্মৃতি সংঘ
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হারঃ ৬৮%·
স্কুল-৪ টি,
কলেজ-০২টি,
মাদ্রাসা-০২টি,
কওমী মাদ্রাসা-০৪ টি।
অনন্য
[সম্পাদনা]দূর্যোগ প্রবণ এলাকা কিনাঃ আংশিক·
হাট-বাজারঃ ০৩টি· ১.কাশিনাথপুর বাজার ২.সাটিয়াকোলা (ডাবতলা) বাজার ৩.শহিদনগর বাজার ৪.কাবাড়ীখোলা বাজার
ব্যাংক এনজিও
[সম্পাদনা]ব্যাংকঃ ৬ টি জনতা ব্যাংক,ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক·
এনজিওঃ ১১ টি
পাকা রাস্তা/কাঁচা রাস্তাঃ পাকা রাস্তা ২৭ কি.মি. ও কাঁচা রাস্তা ৩৫ কি.মি.·
তথ্যসূত্র
[সম্পাদনা]![]() |
বাংলাদেশ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |