তিলকপুর ইউনিয়ন, আক্কেলপুর
তিলকপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তিলকপুর ইউনিয়ন, আক্কেলপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৮′১৮″ উত্তর ৮৯°০′৫৮″ পূর্ব / ২৪.৯৭১৬৭° উত্তর ৮৯.০১৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
উপজেলা | আক্কেলপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
তিলকপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন যা তিন জেলার মাঝখানে অবস্থিত (বগুড়া,জয়পুরহাট ও নওগাঁ) । তিলকপুর উত্তরবঙ্গের একটি মফস্সল ১৮৯৭ সাল থেকে তিলকপুরে প্রাচীন সুতার হাট বসতো।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
১নং ওয়ার্ড : গোপিনাথপুর, কয়াশোবলা, বিষ্ণুপুর ।
২নং ওয়ার্ড : কাদোয়া, খুলাগাড়ি, কইগাড়ী, করমজি, চেচুরিয়া, কৃষ্ণকোলা ।
৩নং ওয়ার্ড : বড়গাছা, মির্জাপুর, মোহনপুর,
৪নং ওয়ার্ড : ভাগবুড়া, পুকুরিয়াপাড়া, চাড়দিঘী, ফুলবাড়ী, রায়নগর , পশ্চিম রায়নগর, কানচপাড়া, বামনীগ্রাম।
৫নং ওয়ার্ড : ভাটকুড়ী, নুরনগর-১ তিলকপুর নতুন বাজার, কাচারিপাড়া, দাড়ার কুল, আব্দুল্লাহপুর।
৬নং ওয়ার্ড : নুরনগর-২ তিলকপুর পূর্ববাজার, ভট্রপলাশী, পশ্চিম শিয়ালাপাড়া, পূর্বশিয়ালাপাড়া, নয়াপাড়া, জফরাপাড়া,মানিকপুর ।
৭নং ওয়ার্ড : আমুইল, চকইসলামপুর, খাপুড়া, মাটিয়াকুড়ী, পুনঘরদিঘী।
৮নং ওয়ার্ড : শ্রীকর্ণদিঘী, ঘোলকুড়ী, মারমা, সরস্বতিপুর।
৯নং ওয়ার্ড : নোওজোড় পাঠানধারা, শ্যামপুর, শ্যালুককুড়ী[৩]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
তিলকপুর ইউনিয়ন এর আয়তন ২৮ বর্গ কিঃ মিঃ
তিলকপুর ইউনিয়নে বসবাসকারি জনসংংখ্যা ২৯৭৩৬ [পুরুষ ১৫১১৬, মহিলা-১৪৬২০ জন]
এখানে মোট ভোটার সংখ্যা:২৪৯৮৭ জন,পূরূষ-১২৫৮০,মহিলা-১২৪০৭ জন
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার : তিলকপুরে স্বাক্ষরতার হার ৯৯%
শিক্ষা প্রতিষ্ঠান : তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিলকপুরের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত সগৌরবে শির উচু করে এই অঞ্চলের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
১. মেজর জেনারেল সাফিনুল ইসলাম (সাবেক মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ) । মেজর সাফিনুল ইসলাম তিলকপুরের নওজোর গ্রামে জন্মগ্রহন করেন, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক ছিলেন।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | মোজাফ্ফর ইসলাম আকন্দ | |
০৪ | শাহজাহান আলী সোনার | |
০৫ | আজাহার আলী দুলু | |
০৬ | সেলিম মাহবুব সজল | |
০৭ | সেলিম মাহবুব সজল |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "তিলকপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
- ↑ "আক্কেলপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
- ↑ "তিলকপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |