পুনট ইউনিয়ন
পুনট | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: পুনট ইউপি | |
বাংলাদেশে পুনট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২′৫১″ উত্তর ৮৯°১০′৫৯″ পূর্ব / ২৫.০৪৭৫০° উত্তর ৮৯.১৮৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
উপজেলা | কালাই উপজেলা ![]() |
আসন | জয়পুরহাট-২ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পুনট ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস[সম্পাদনা]
প্রাচীনকালে পুনট ইউনিয়নে জনপদ ছিল রাজকীয় । কথিত আছে, পুনট ইউনিয়নে রাজা নন্দলাল নামে এক রাজা ছিলেন। এই রাজার নামে এখানে একটি পুকুর ও খনন করা হয়েছিল, যে পুকুরটি নাম ঐতিহাসিক নান্দাইল দিঘী।
পরিচয়[সম্পাদনা]
পুনট ইউনিয়নের মোট আয়তন ৭৮০৩ একর। ইউনিয়নটিতে প্রায় ২৭৬৫৩ জন লোক বাস করে। এখানে রয়েছে মোট ৩৬ টি গ্রাম। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ২০টি মক্তব, ১১০টি মসজিদ, ১টি বাজার, ৯টি মন্দির, ৩টি ডাকঘর, ১টি সরকারি হাসপাতাল, ১টি পশু চিকিৎসা কেন্দ্র, ১টি কমিউনিটি হাসপাতাল, ১টি কৃত্রিম প্রজনন কেন্দ্র ও ১টি সাব রেজিষ্টার অফিস।
গ্রামসমূহ[সম্পাদনা]
পুনট ইউনিয়নের গ্রামগুলো হলোঃ- ভূগোইল, তালখুর, গোবিন্দপুর, বুড়ইল, জগডুম্বর, চাকলমুয়া, গোপিনাথপুর, মোহাইল, গোহারা, উৎরাইল,নান্দাইল, দিঘীপাড়া, শিকটা, ধাপ, সীমান্তপাড়া,পাঁচপাইকা,পূর্বপাড়া, ডিংড়াপাড়া, কর্মকারপাড়া, মাহিষ্যপাড়া, বর্মন পাড়া, নায়েবপাড়া, মধ্যপাড়া, মোন্নাপাড়া বাজার, পূর্ব নয়াপাড়া, বফলগাড়ী, খরপা, মাদাই, তিশরাপাড়া, দক্ষিণ পাঁচগ্রাম, বেলতলী পাড়া (পাঁচগ্রাম), উত্তরপাড়া (পাঁচগ্রাম), পূর্বদূর্গাপুর (জালাইগাড়ী), মৃধাপাড়া (পাঁচগ্রাম), সরকারপাড়া (পাঁচগ্রাম), রাধানগর, হাটশেখা, দেওগ্রাম, পশ্চিম নয়াপাড়া।
পাঁঁচগ্রাম[সম্পাদনা]
পুনট ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম পাচঁগ্র্রাম। পাঁচগ্র্রামের আয়তন ৭০ বর্গ কি.মি. ও জনসংখ্যা ৪০০০০।পাঁচগ্র্রামের শিক্ষার হার ২২.৩%। পাঁচগ্র্রামের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোঃ-
- পাঁচগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়,
- দামথর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় (প্রতিষ্ঠাতাঃ মৃত.সালামত আলী আকন্দ, প্রতিষ্ঠাকালঃ ২০০৬)
- পাঁচগ্রাম জান্নাতুন নূূরী দাখিল মাদ্রাসা (প্রতিষ্ঠাতাঃমৃত.সালামত আলী আকন্দ)
অর্থনীতি[সম্পাদনা]
পুনট ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ইউনিয়নে আমন জমির পরিমাণ ২৬০০ হেক্টর ও বোরো জমির পরিমাণ ২৬০০ হেক্টর।