ড্যান রিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যান রিস
১৯৩০ সালের গৃহীত স্থিরচিত্রে ড্যান রিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামড্যানিয়েল রিস
জন্ম(১৮৭৯-০১-২৬)২৬ জানুয়ারি ১৮৭৯
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
মৃত্যু১২ জুন ১৯৫৩(1953-06-12) (বয়স ৭৪)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি স্লো-মিডিয়াম
সম্পর্কড্যানিয়েল রিস (পিতা)
টম রিস (ভ্রাতা)
জন রিস (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি
ম্যাচ সংখ্যা ৭২
রানের সংখ্যা ৩১৮২
ব্যাটিং গড় ২৫.২৫
১০০/৫০ ৪/১৬
সর্বোচ্চ রান ১৪৮
বল করেছে ৭৭৬৬
উইকেট ১৯৬
বোলিং গড় ১৯.৮৬
ইনিংসে ৫ উইকেট ১১
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৬/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ মার্চ ২০১৯

ড্যানিয়েল ড্যান রিস (ইংরেজি: Dan Reese; জন্ম: ২৬ জানুয়ারি, ১৮৭৯ - মৃত্যু: ১২ জুন, ১৯৫৩) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী প্রথিতযশা নিউজিল্যান্ডীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি দলের অন্যতম সদস্য ছিলেন ড্যান রিস। ১৮৯৫-৯৬ মৌসুম থেকে ১৯২০-২১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান ছিল তার। এছাড়াও, অস্ট্রেলিয়াভিত্তিক মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। পাশাপাশি, বামহাতি স্লো-মিডিয়াম বোলার হিসেবে সুনাম ছিল তার।

শৈশবকাল[সম্পাদনা]

ক্রাইস্টচার্চের বিশিষ্ট ব্যবসায়ী ও সংসদ সদস্য ড্যানিয়েল রিসের সন্তান ছিলেন তিনি।[১] ১৮৭৯ সালে ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ড্যান রিস তার শিক্ষা জীবন ওয়েস্ট ক্রাইস্টচার্চ স্কুলে সম্পন্ন করেন।[২]

বামহাতি ব্যাটসম্যান ও স্লো-মিডিয়াম বোলার ড্যান রিস ১৯ বছর বয়সে জাতীয় দলের পক্ষে প্রথম খেলতে নামেন। ক্রাইস্টচার্চভিত্তিক মিডল্যান্ড ক্লাবের পক্ষে শুরুরদিকের ক্রিকেট খেলাগুলোয় অংশ নিয়েছিলেন। প্রাদেশিক ক্রিকেটে ক্যান্টারবারি উইজার্ডের পক্ষে খেলেছেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

নিউজিল্যান্ড থেকে চলে আসার পর ১৯০০ থেকে ১৯০৩ সময়কালে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন।[১] এরপর ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে অবস্থানকালে লন্ডন কাউন্টি ও এসেক্সের প্রতিনিধিত্ব করেন।

নিউজিল্যান্ডে প্রত্যাবর্তনের পর ১৯০৭ থেকে ১৯২১ সময়কাল পর্যন্ত ক্যান্টারবারির অধিনায়কের দায়িত্বে ছিলেন। ১৯০৭ থেকে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব-পর্যন্ত ১৯১৪ সময়কালীন নিউজিল্যান্ড দলের পক্ষে খেলেন। এ পর্যায়ে ১৯১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮ রান তুলেন। ১৯০২-০৩ মৌসুমে লর্ড হক একাদশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের সদস্যরূপে দলীয় মোট সংগ্রহ ২৭৪ রানের মধ্যে এ রানগুলো সংগ্রহ করেছিলেন।[৩]

১৯১৩-১৪ মৌসুমে ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডীয় একাদশের সদস্যরূপে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৭/৫৩ দাঁড় করান।[৪]

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ক্রিকেট প্রশাসনের দিকে ড্যান রিস ঝুঁকে পড়েন। ক্যান্টারবারি ক্রিকেট অ্যাসোসিয়েশননিউজিল্যান্ড ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।[২]

১২ জুন, ১৯৫৩ তারিখে ৭৪ বছর বয়সে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ড্যান রিসের দেহাবসান ঘটে। তার অপর দুই ভাই - টম রিস ও জন রিস উভয়েই ক্যান্টারবারির পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

মূল্যায়ন[সম্পাদনা]

নিউজিল্যান্ড ক্রিকেট কাউন্সিলের সভাপতি থাকা অবস্থায় ১৯৫২ সালে টম লরি এক বক্তব্যে ঘোষণা করেছিলেন যে, সিড হিডলস্টোন, মার্টিন ডনেলি, বার্ট সাটক্লিফজ্যাক কাউয়ি’র সাথে ড্যান রিস নিউজিল্যান্ডের সেরা পাঁচ ক্রিকেটারের একজন।[৫] প্লাম ওয়ার্নারের দৃষ্টিকোণে তিনি সর্বকালের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hall, Fiona। "Reese, Daniel – Biography"ডিকশনারি অব নিউজিল্যান্ড বায়োগ্রাফিমিনিস্ট্রি ফর কালচার এন্ড হেরিটেজ। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১২ 
  2. "Mr. Daniel Reese"The New Zealand Railways MagazineNew Zealand Railways Department, Wellington। 6 (2): 13–14। ১ জুন ১৯৩১। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১২ 
  3. New Zealand v Lord Hawke's XI 1902–03. cricketarchive.com
  4. Queensland v New Zealanders 1913–14. cricketarchive.com
  5. Don Neely & Richard Payne, Men in White: The History of New Zealand International Cricket, 1894–1985, Moa, Auckland, 1986, p. 212.
  6. McLintock, A. H., সম্পাদক (২৩ এপ্রিল ২০০৯) [1966]। "REESE, Daniel"An Encyclopaedia of New Zealand। Ministry for Culture and Heritage / Te Manatū Taonga। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১২ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]