ডিজনি জুনিয়র (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিজনি জুনিয়র
উদ্বোধন৫ জুলাই ১৯৯৭ (ব্লক)
৩ অক্টোবর ১৯৯৯ (চ্যানেল)
নেটওয়ার্কডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন
মালিকানাস্টার ইন্ডিয়া (দ্য ওয়াল্ট ডিজনি কম্পানি ইন্ডিয়া)
চিত্রের বিন্যাস৪:৩ (৫৭৬আই)
দেশ ভারত
ভাষাইংরেজি
হিন্দি
তামিল
তেলুগু
প্রচারের স্থান ভারত
   নেপাল
 ভুটান[১]
 মালদ্বীপ[২]
 শ্রীলঙ্কা[৩]
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পূর্বতন নামপ্লেহাউজ ডিজনি (২০০৬-২০১১)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ডিজনি চ্যানেল
ডিজনি ইন্টারন্যাশনাল এইচডি
মার্ভেল এইচকিউ
হাঙ্গামা টিভি
ওয়েবসাইটdisneyjunior.disney.in
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ভিডিওকন ডি২এইচচ্যানেল ৫১৭
ডিশ টিভিচ্যানেল ৯৮৫
টাটা স্কাইচ্যানেল ৬২৫
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ৪৬৩
ডায়ালগ টিভি (শ্রীলঙ্কা)চ্যানেল ৫৫
ডিশহোম (নেপাল)চ্যানেল ৮০৯
এশিয়ানেট ডিজিটাল টিভিচ্যানেল ৩৩৮

ডিজনি জুনিয়র হচ্ছে একটি ভারতীয় শিশুতোষ টেলিভিশন চ্যানেল। ১৯৯৯ সালের ৩ অক্টোবরে এটির সম্প্রচার শুরু হয়।[৪] এটি ডিজনি চ্যানেলে একটি প্রোগ্রামিং ব্লক হিসেবেও উপলব্ধ।[৫] এটি যুক্তরাষ্ট্রভিত্তিক মূল ডিজনি জুনিয়রের সমতূল্য, এবং এটি ইংরেজি, হিন্দি, তামিল, এবং তেলুগু ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে।

ইতিহাস[সম্পাদনা]

২০০৬ সালের আগে ভারতে, ডিজনি চ্যানেলের একটি ব্লক হিসাবে প্লেহাউজ ডিজনি চালু করা হয়। ২০১১ সালের ৪ জুলাই ডিজনি জুনিয়র প্লেহাউসের স্থলাভিষিক্ত হয়। ২০১২ সালের ১৫ অক্টোবর ডিজনি জুনিয়র একটি চ্যানেল হিসেবে চালু হয়।

অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

বর্তমান অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

মূল অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

  • ১০১ ড্যালমেশিয়ান স্ট্রিট
  • জেক অ্যান্ড দ্য নেভার ল্যান্ড পাইরেটস
  • টিওটিএস
  • ডক ম্যাকস্টাফিন্স
  • দ্য রকেটিয়ার
  • দ্য লাইয়ন গার্ড
  • পাপি ডগ প্যাল্স
  • পিকউইক প্যাক
  • মিকি মাউস ক্লাবহাউজ
  • সিম্পেল সামোসা
  • স্পাইডি অ্যান্ড হিস অ্যামেজিং ফ্রেন্ডস
  • হ্যান্ডি ম্যানি

অর্জিত অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

  • আর্ট অ্যাট্যাক
  • পিজে মাস্কস
  • ফাইয়ারম্যান স্যাম
  • ব্লুই

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BICMA approves 56 channels for uniformity"। Kuensel Online। ২২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  2. "Dhiraagu TV launches four Disney channels in the Maldives"। কর্পোরেট মালডিভস। ২৯ ডিসেম্বর ২০১৭। ১১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  3. "Sri Lanka to experience the magic of Disney Junior"। ডেইলি মিরর। ২৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  4. "Walt Disney launches its 4th offering Disney Junior"www.afaqs.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  5. "Disney Channel to make entry into Tamil and Telugu via pre-school block"ইন্ডিয়ান টেলিভিশন। ২৯ জুন ২০১১।