ডিজনি চ্যানেল (জাপান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিজনি চ্যানেল
উদ্বোধন১৮ নভেম্বর ২০০৩; ২০ বছর আগে (2003-11-18)
মালিকানাদ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি (জাপান) লিমিটেড[১]
চিত্রের বিন্যাস৪৮০আই (এসডিটিভি)
১০৮০আই (এইচডিটিভি)
দেশজাপান
ভাষাজাপানী
ইংরেজি
প্রধান কার্যালয়টোকিও, জাপান
প্রতিস্থাপনডিজনি চ্যানেল এশিয়া (শুধু জাপানে)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ডিজনি এক্সডি
ডিজনি জুনিয়র
ডিলাইফ
ওয়েবসাইটডিজনি চ্যানেল জাপান

ডিজনি চ্যানেল (জাপানি: ディズニー・チャンネル) দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি (জাপান) লিমিটেড দ্বারা মালিকানাধীন একটি জাপানী টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি ডিজনি ইন্টারন্যাশনাল অপারেশনসের ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন বিভাগের অংশে এটি পরিচালনা করা হয়েছিল।

ইতিহাস[সম্পাদনা]

ডিজনি চ্যানেলে মার্কিন, কানাডীয়, জাপানী, অস্ট্রেলীয়, ব্রিটিশ, এবং ইউরোপীয় অনুষ্ঠান প্রচারিত হয়। ১৯৯৬ সালে ডিজনি চ্যানেল এশিয়ায় বিস্তৃত হয়, এবং এটি ইংরেজি, ম্যান্ডারিন, থাই, এবং জাপানী ভাষায় সম্প্রচার করতো।

২০০৩ সালের নভেম্বরে এশীয় ফিডের থেকে আলাদা হয়ে ডিজনি চ্যানেলের জাপানীয় সংস্করণের উদ্বোধন হয়।[১]

২০২২ সাল হিসেবে ভারতীয় ফিডের সাথে এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মাত্র দুটি ডিজনি চ্যানেল ফিড হিসেবে রয়ে গেছে।

অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

অ্যানিমেটেড[সম্পাদনা]

ডিজনি চ্যানেল মূল অনুষ্ঠান[সম্পাদনা]

ডিজনি চ্যানেল জাপান মূল অনুষ্ঠান[সম্পাদনা]

  • টোকিও ডিজনি রিসোর্ট ট্রেজার হান্ট
  • টোকিও ডিজনি রিসোর্ট মাই ম্যাপ!
  • ডিজনি ত্সুম ত্সুম (শর্ট)

অর্জিত অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

লাইভ-অ্যাকশন[সম্পাদনা]

ডিজনি চ্যানেল মূল অনুষ্ঠান[সম্পাদনা]

ডিজনি জুনিয়র অন ডিজনি চ্যানেল[সম্পাদনা]

অ্যানিমেটেড[সম্পাদনা]

ডিজনি জুনিয়র মূল অনুষ্ঠান[সম্পাদনা]

অর্জিত অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

অ্যানিমে[সম্পাদনা]

ব্র্যান্ডিং[সম্পাদনা]

২০১৪ সালের ১ নভেম্বরে ডিজনি চ্যানেল একটি নতুন লোগো এবং সম্প্রচার ইমেজিং পরিকল্পনা উদ্বোধন করে। ২০১৫ সালের ১ মার্চে ওয়াচ ডিজনি চ্যানেলও একটি নতুন লোগো এবং সম্প্রচার ইমেজিং পরিকল্পনা উদ্বোধন করে।

চলচ্চিত্র[সম্পাদনা]

ডিজনি চ্যানেল চলচ্চিত্র প্রচারিত করে শুক্রবার, শনিবার, ও রবিবার দুপুর ২টায় এবং রাত ৮টায়, এবং সোমবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Toon Disney and Jetix head for Japan"সি২১মিডিয়া। ৩১ আগস্ট ২০০৫। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২ 
  2. ভায়াকম থেকে অর্জিত, নিকেলোডিয়নকে ক্রেডিট দেওয়া হয়নি (শুধু ডিজনি চ্যানেলে, বন্ধের আগে ডিজনি এক্সডিতে প্রচারিত)
  3. ড্রিমওয়ার্কস থেকে অর্জিত, নিকেলোডিয়নকে ক্রেডিট দেওয়া হয়নি (শুধু ডিজনি চ্যানেলে)
  4. "スタンリー|ディズニージュニア|ディズニー"ディズニー公式। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]