বিষয়বস্তুতে চলুন

ডগ ফ্রিম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডগ ফ্রিম্যান
১৯৩৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে ডগ ফ্রিম্যান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডগলাস লিনফোর্ড ফ্রিম্যান
জন্ম(১৯১৪-০৯-০৮)৮ সেপ্টেম্বর ১৯১৪
র‍্যান্ডউইক, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু৩১ মে ১৯৯৪(1994-05-31) (বয়স ৭৯)
সিডনি, অস্ট্রেলিয়া
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৩)
২৪ মার্চ ১৯৩৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৩১ মার্চ ১৯৩৩ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২৮
ব্যাটিং গড় ১.০০ ৪.৬৬
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান
বল করেছে ২৪০ ৬৭৮
উইকেট ১৪
বোলিং গড় ১৬৯.০০ ৩৫.৩৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৯১ ৫/১০২
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ জানুয়ারি, ২০২০

ডগলাস লিনফোর্ড ফ্রিম্যান (ইংরেজি: Doug Freeman; জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯১৪ - মৃত্যু: ৩১ মে, ১৯৯৪) নিউ সাউথ ওয়েলসের র‍্যান্ডউইক এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক গুগলি বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ডগ ফ্রিম্যান

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৯৩১ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত নেলসন কলেজে ডগ ফ্রিম্যান অধ্যয়ন করেছিলেন।[] ১৯৩১-৩২ মৌসুমে কলেজ দলের পক্ষে নেলসন ক্লাব প্রতিযোগিতার একটি খেলায় ১৮ উইকেট লাভ করেন। ৮/৬৪ বোলিং পরিসংখ্যান গড়ার পর ১০/১৩২ পান।[]

১৯৩২-৩৩ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত ডগ ফ্রিম্যানের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ডগ ফ্রিম্যান লেগ স্পিনার ছিলেন। টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটার দুইমাস পূর্বে জানুয়ারি, ১৯৩৩ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ওয়েলিংটনের সদস্যরূপে অকল্যান্ডের বিপক্ষে ৪/৮৫ ও ৫/১০২ বোলিং পরিসংখ্যান গড়েন।[] এ পর্যায়ে তাকে উদীয়মান ক্রিকেটার হিসেবে ৩৫ বছর বয়সী ডিআর গারার্ডের চেয়ে এগিয়ে রাখা হয়েছিল।

১৯৩২-৩৩ মৌসুমে ডগলাস জারদিনের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল নিউজিল্যান্ড গমন করে। সফররত এমসিসি দলের বিপক্ষে নিজস্ব দ্বিতীয় প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। এডি পেন্টার, ওয়ালি হ্যামন্ডলেস অ্যামিসের উইকেট নিয়ে ৩/৭১ পান।[] জানুয়ারি ও ফেব্রুয়ারি, ১৯৩৩ সালে হক কাপ প্রতিযোগিতায় অংশ নেন। নেলসনের সদস্যরূপে হক কাপের দুই খেলায় অংশ নিয়ে ১৩৩ রান খরচায় ১৩ উইকেট পান।[]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ডগ ফ্রিম্যান। ২৪ মার্চ, ১৯৩৩ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৩১ মার্চ, ১৯৩৩ তারিখে অকল্যান্ডে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

বিদ্যালয়ের ছাত্র অবস্থাতেই টেস্ট ক্রিকেট খেলার জন্যে মনোনীত হন। ১৮ বছর ১৯৭ দিন বয়সে মার্চ, ১৯৩৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[] ঐ সময়ে তিনিই নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ড্যানিয়েল ভেট্টোরি তার এ রেকর্ড ভঙ্গ করেন। দুই টেস্টের ঐ সিরিজে তিনি কেবলমাত্র হার্বার্ট সাটক্লিফের একমাত্র উইকেট পেয়েছিলেন। এরজন্যে তাকে ১৬৯ রান খরচ করতে হয়েছিল। ঐ একই সিরিজে ওয়ালি হ্যামন্ড ক্রাইস্টচার্চ টেস্টে ২২৭ ও অকল্যান্ডে অপরাজিত ৩৩৬ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৩-৩৪ মৌসুমে ওয়েলিংটনের পক্ষে একটি খেলায় অংশ নিয়ে একটি উইকেট পান। ১৯ বছর বয়সে এটিই তার সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ ছিল। তার প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন মাত্র ষোলো কর্মদিবসের ছিল।

১৯৫৩-৫৪ মৌসুমে ফিজি ক্রিকেট দলের নিউজিল্যান্ড গমনে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। কয়েকটি গুরুত্বহীন খেলায় অংশ নেন। তবে, ব্যাট কিংবা বল হাতে খুব কমই সফলতার স্বাক্ষর রেখেছিলেন। দলে তিনি অধিনায়কের দায়িত্বে ছিলেন তবে আঘাতপ্রাপ্তির কারণে খেলা হয়নি। সিডনিতে অবস্থানকালে গল্ফ খেলায় মনোনিবেশ ঘটান।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৩৫ সালে ফিজিতে চলে যান। সেখানে কলোনিয়াল সুগার রিফাইনিং কোম্পানিতে কাজ করেন। ৪০ বছরের কর্মজীবনের প্রথম ২০ বছর ফিজিতে ও পরবর্তী ২০ বছর সিডনিতে পার করে দেন। এরপর অস্ট্রেলিয়ায় সিএসআরে কাজ করেন।[]

৩১ মে, ১৯৯৪ তারিখে ৭৯ বছর বয়সে সিডনি এলাকায় ডগ ফ্রিম্যানের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nelson College Old Boys' Register, 1856–2006, 6th edition
  2. "Cricket Notes: Review of Past Season"New Zealand HeraldLXIX (21156): 16। ১৩ এপ্রিল ১৯৩২। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  3. Auckland v Wellington, 1932-33
  4. Wellington v MCC, 1932-33
  5. Hawke Cup, 1932-33
  6. Player profile on ESPN Cricinfo
  7. Wisden 1995, pp. 1384-85.

বহিঃসংযোগ

[সম্পাদনা]