টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী

স্থানাঙ্ক: ২২°৫৬′৩৪″ উত্তর ৯১°০৬′২০″ পূর্ব / ২২.৯৪২৬৪৫° উত্তর ৯১.১০৫৪৯৯° পূর্ব / 22.942645; 91.105499
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
নীতিবাক্যটেক্সটাইল অর্থ উন্নয়ন ও সমৃদ্ধি
ধরনসরকারি প্রকৌশল কলেজ
স্থাপিত২০০৬
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষইঞ্জিনিয়ার মোবু নাসের মো: শামিম
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪০
শিক্ষার্থী৩২০
স্নাতক৩২০
অবস্থান, ,
২২°৫৬′৩৪″ উত্তর ৯১°০৬′২০″ পূর্ব / ২২.৯৪২৬৪৫° উত্তর ৯১.১০৫৪৯৯° পূর্ব / 22.942645; 91.105499
ওয়েবসাইটwww.tecn.gov.bd
মানচিত্র

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯১১ থেকে ১৯২৯ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, যে ৩৩টি ভ্রাম্যমাণ বয়ন বিদ্যালয় ইস্ট বেঙ্গলে প্রতিষ্ঠিত হয়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের একটি। প্রতিষ্ঠানটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়।

কোর্সসমূহ[সম্পাদনা]

কলেজে চার বছর বি.এস.সি. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম মধ্যে-[২]

  • ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি
  • ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি
  • ওয়েট প্রোসেসিং টেকনোলজি
  • গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি

অনুষদ ও বিভাগ[সম্পাদনা]

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।

বিভাগের নাম শিক্ষার্থী সংখ্যা
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং ৩০ জন
২.অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৩০ জন
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৩০ জন
৪.ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৩০ জন

শিক্ষার্থীদের মূল্যায়ন[সম্পাদনা]

প্রতি পর্ব এবং বর্ষোন্নয়ন পরীক্ষাতে ৪০ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্বে বা বর্ষে উত্তীর্ণ হতে পারে। সকল পর্বে শ্রেণিকুইজ এবং বোর্ড নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী এর গ্রেডিং পদ্ধতি
নাম্বার শ্রেণী গ্রেড লেটার CGPA গ্রেড পয়েন্ট
৮০-১০০ A+ ৪.০০
৭৫-৭৯ A ৩.৭৫
৭০-৭৪ A- ৩.৫০
৬৫-৬৯ B+ ৩.২৫
৬০-৬৪ B ৩.০০
৫৫-৫৯ B- ২.৭৫
৫০-৫৪ C+ ২.৫০
৪৫-৪৯ C ২.২৫
৪০-৪৪ D ২.০০
০০-৩৯ F ০.০০

ওয়ার্কসপ ও ল্যাবরেটরী[সম্পাদনা]

সুতো উৎপাদন ল্যাবরেটরি[সম্পাদনা]

এই পরীক্ষাগারে সুতা প্রস্তুত প্রযুক্তি সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান প্রদান করে।পরীক্ষাগারে নতুন প্রযুক্তির সঙ্গে প্রচলিত এবং আধুনিক যন্ত্রপাতি উভয় অন্তর্ভুক্ত আছে।

রসায়ন ল্যাবরেটরি[সম্পাদনা]

রসায়ন পরীক্ষাগারে এক সময়ে ৪০জন ছাত্র ব্যবহারিক পরীক্ষার করতে পারে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]